দুর্যোগঝুঁকি হ্রাস ও উদ্ধার কলাকৌশলের প্রশিক্ষণ দিতে হবে শিক্ষার্থীদের - দৈনিকশিক্ষা

দুর্যোগঝুঁকি হ্রাস ও উদ্ধার কলাকৌশলের প্রশিক্ষণ দিতে হবে শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক |

দেশের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগঝুঁকি হ্রাসের বিষয়ে সচেতন করতে স্কুল-কলেজগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্ধার কলাকৌশলের বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। আর বিভিন্ন স্বেচ্ছাসেবক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে স্কুল-কলেজগুলোকে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুসারে এ নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি সব স্কুল-কলেজে পাঠানো হয়েছে।

   

জানা গেছে, গত বছরের ২০ মে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুসারে এ নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিদ্ধান্ত ছিল, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবেলায় ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রতিটি ভবনে ইমারজেন্সি এক্সিট রাখাসহ জরুরি সময়ের ব্যবহার নিশ্চিত করতে হবে। পথ নির্দেশনা অঙ্কন, নিয়মিত মহড়া করা ইত্যাদি পদক্ষেপ নিতে হবে। স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে বিভিন্ন দুর্যোগে করণীয় সম্পর্কে প্রচারণা চালাতে হবে যাতে সকলের সচেতনতা বৃদ্ধি পায়। 

সভায় আরও সিদ্ধান্ত হয়েছিল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়ে সচেতন মূলক ও উদ্ধার কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে হবে। একই সাথে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

এ সভার সিদ্ধান্তের বিষয়ে গত ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়কে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা অধিদপ্তরকে বলা হয়। সে অনুযায়ী আদেশ জারি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলেছে শিক্ষা অধিদপ্তর। 

অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে অগ্রগতির প্রতিবেদন অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0050709247589111