দৈনিক তথ্য পাঠাতে হবে প্রতিষ্ঠান প্রধান-শিক্ষা কর্মকর্তাদের - দৈনিকশিক্ষা

দৈনিক তথ্য পাঠাতে হবে প্রতিষ্ঠান প্রধান-শিক্ষা কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক |

করোনা মহামারির থাবায় প্রায় দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। স্কুল-কলেজ খুললে প্রতিদিন নির্দিষ্ট সময়ে তথ্য পাঠাতে হবে প্রতিষ্ঠান প্রধানদের। একইসাথে মাঠপর্যায়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও প্রতিদিনের ক্লাসের তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে সব প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো চিঠিতে অধিদপ্তর বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের জন্য একটি ‘গাইডলাইন’ এবং নির্দেশনা জারি করা হয়েছে। গাইডলাইন, নির্দেশনা পত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশসমূহের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। মনিটরিং চেকলিস্টের তথ্যসমূহ গুগল ডকস্-এর মাধ্যমে প্রতিদিন বেলা ৩টার মধ্যে পাঠাতে হবে। নির্ধারিত লিংকে (https://tinyurl.com/dshe-school-reopen) গুগল ডকস্-এ তথ্য পাঠাতে হবে।
 
এ অবস্থায়, সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে দৈনিক ভিত্তিতে তার প্রতিষ্ঠানের তথ্য গুগল ডকস্-এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। কোভিড-১৯ অতিমারির সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ এর কারণে কোন প্রকার সমস্যা হলে বিষয়টি দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে।

সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তার উপজেলা বা থানার সব শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি) প্রতিদিন মনিটরিং করে বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী কেবল সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের ই-মেইলে ([email protected]) পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

নির্ধারিত ছকে, তারিখ, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান প্রধানের নাম, মোবাইল নম্বর ও ইমেইল আইডি, উপজেলার নাম, জেলার নাম, সমস্যার ধরণ, সমস্য সমাধানের তথ্য মন্তব্যসহ পাঠাতে হবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.003756046295166