ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে জেলেপল্লীতে আগুন, আটক ৪২ - দৈনিকশিক্ষা

ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে জেলেপল্লীতে আগুন, আটক ৪২

রংপুর প্রতিনিধি |

ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননার ঘটনায় পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বটেরহাট মাঝিপাড়া জেলেপল্লীর বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে আটক করেছে পুলিশ। গত রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ঘটিয়েছে। এতে জেলেপল্লীর মন্দিরসহ মোট ৬৫টি বাড়ির মধ্যে ২০/২২টি বাড়িতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়েছে মর্মে প্রত্যক্ষদর্শীরা জানায়। আগুন নিয়ন্ত্রণে আনতে পীরগঞ্জ ও মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। একেকটা বাড়িতে ৩ হতে ৫টি করে ঘর ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই অতিরিক্ত পুলিশসহ সেনা সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনায় প্রায় অর্ধশত নারী পুরুষ আহত হয়েছে।

এলাকাবাসী জানান, রোববার দুপুরের দিকে মাঝিপাড়ার এক হিন্দু তরুণ তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়। ওই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে ধর্ম অবমাননার অভিযোগ এনে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে বিকেলে বটেরহাট মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা একটি মন্দিরসহ বেশকিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে রাতে তারা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
মাঝিপাড়ার বাসিন্দা এক গৃহবধূ বলেন, আমার বাড়ির সব জিনিসপত্র লুটে নিয়ে গেছে। আমার তিনটি গরু আগুনে পুড়ে মারা গেছে। পুলিশ এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, ফেসবুকে ওই গ্রামের এক তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।

রাত থেকে সকালে এ সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪২ জনকে আটক করেছে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0069000720977783