নওয়াপাড়া পৌরসভায় প্রস্তুতিমূলক ভোট - দৈনিকশিক্ষা

নওয়াপাড়া পৌরসভায় প্রস্তুতিমূলক ভোট

অভয়নগর (যশোর) প্রতিনিধি |

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে শতভাগ সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারদের স্বার্থে শনিবার দিনব্যাপী প্রতিটি ভোটকেন্দ্রে প্রস্তুতিমূলব ভোটের আয়োজন করে। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে এই প্রথম ৩০টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণসহ ফল প্রকাশ করা হবে। নতুন এই পদ্ধতিতে ভোট দেন বা গ্রহণে ভোটারদের সুবিধার্থে ভোটের আগে এই প্রস্তুতিমূলক ভোটের মহড়া দেওয়া হয়।

শনিবার সকালে সরেজমিনে আলহেলাল ইসলামি একাডেমি ভোটকেন্দ্র ও নওয়াপাড়া মডেল কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তারা ভোট কেন্দ্রে আসা ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের বিষয়ে নানা ধরণের দিক নির্দেশনা দেওয়াসহ ভোট নিচ্ছেন। 

নওয়াপাড়া মডেল কলেজ কেন্দ্রে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার এস এম ফারুক আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটকেন্দ্রের ১নং ও ২নং কক্ষে মক ভোট গ্রহণ করা হয়েছে। এলাকার বেশ কয়েকজন ভোটার মক ভোট দিয়েছেন। 

প্রস্তুতিমূলক ভোট দিতে কেন্দ্রে আসা ভোটার ইব্রাহিম শেখ দৈনিক শিক্ষাডটকমকে জানান, মক ভোট দিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার বিষয়ে জ্ঞানলাভ করেছি। এ পদ্ধতিতে ভোট দিতে কোনো ধরণের অসুবিধা নেই। 

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলমগীর হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন ভোটার মক ভোটে অংশ নেন। কেন্দ্র থেকে ভোটকেন্দ্রে আসা অনেক ভোটারদের ভোটদানের বিষয়ে নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 

ছবি : অভয়নগর প্রতিনিধি

আলহেলাল ইসলামী একাডেমী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফুল ইসলাম সুমন দৈনিক শিক্ষাডটকমকে জানান, ভোটারদের জন্য প্রস্তুতিমূলক মক ভোট তার কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

ছবি : অভয়নগর প্রতিনিধি

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আমিনুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, সরকারি নির্দেশনায় নওয়াপাড়া পৌরসভার নির্বাচনী এলাকায় স্থাপিত প্রতিটি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রস্তুতিমূলক ভোট গ্রহণ করা হয়েছে।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0067520141601562