নগদের মেগা ক্যাম্পেইনের জমি পেলেন গার্মেন্টসকর্মী রাসেলের দল - দৈনিকশিক্ষা

নগদের মেগা ক্যাম্পেইনের জমি পেলেন গার্মেন্টসকর্মী রাসেলের দল

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : মোবাইল আর্থিক সেবা প্রদানকারী নগদের ঘোষণা করা দেশের বৃহত্তম ঈদ ক্যাম্পেইনে প্রথম জমি জিতে নিয়েছেন গার্মেন্টসকর্মী রাসেল আহমেদ ও তার দল। এই দলে আরো ছিলেন মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ রাজীব। 

সম্প্রতি প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টেই এই জমি হস্তান্তর করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। এরকম আরো কয়েকটি জমি উপহার পাবেন ক্যাম্পেইন জুড়ে ভাগ্যবান বিজয়ীরা। 

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জমি জেতার অফার নিয়ে এসেছে নগদ। এই ক্যাম্পেইনে নগদের সঙ্গে জমির জন্য ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। এই ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহক। এছাড়াও উপহার তালিকায় রাখা হয়েছে মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ ২০ কোটি টাকার পুরস্কার।

এই ক্যাম্পেইনে লেনদেন করে প্রথম জমি বিজয়ী হয়েছেন রাসেল আহমেদ ও তার দল। কুমিল্লার ছেলে রাসেল ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তিনি শুরু থেকেই নগদ গ্রাহক। এই ক্যাম্পেইন শুরুর পর তিনি একটি প্রখ্যাত জুতা বিক্রেতার আউটলেট থেকে ১২০০ টাকা নগদের মাধ্যমে পেমেন্ট করে জুতা কিনেছিলেন। ফলে তিনি এই ক্যাম্পেইনে দল তৈরি করার জন্য যোগ্য হন। 

এরপর রাসেল তার দুই বন্ধু রাজীব ও রুবেলকে নিয়ে এই দলটি করেন। তাদের তিনজনেরই সক্রিয় নগদ অ্যাকাউন্ট আছে। তিনজনই এই সময় নিয়মিত লেনদেন করেছেন। ফলে ভাগ্যবান বিজয়ী হিসেবে অনেকগুলো দলের ভেতর থেকে উঠে আসে এই দলটির নাম। 

আগে থেকে উপহারের নাম না জানিয়ে প্রবাসী পল্লীতে আমন্ত্রণ জানানো হয় এই তিনজনকে। সেখানে তামিম ইকবাল তিনজনের পারিবারিক ও ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা এবং জীবনের গল্প শোনেন। এরপর সকলে মিলে নির্ধারিত জমিতে গিয়ে তিন বিজয়ীর হাতে জমির বরাদ্দপত্র তুলে দেন। 

রাসেল কাঁদতে কাঁদতেই বলেন, ‘আমার আব্বা বেঁচে থাকলে আজ সবচেয়ে খুশি হতেন। বাবা খুব চেয়েছিলেন আমাদের ভাইয়েদের মাথা গোঁজার মতো একটা জমি হোক। আব্বা টেনশন করতে করতে মারা গেছেন। আজ নিজের জমির সেই স্বপ্ন নগদের মাধ্যমে পূরণ হলো। নগদ যেভাবে মানুষের স্বপ্নপূরণ করছে, তা সত্যিই অবিশ্বাস্য।’

রুবেল বলেন, জমি নিয়ে তার একটা দুঃখস্মৃতি আছে। তার কেনা একখন্ড জমি বেহাত হয়ে গেছে। আজ যেন সেই জমির প্রতিদান পেলেন, ‘আমার মনে হয় নগদ আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমার দুটো সন্তান নিয়ে কোথায় মাথা গুজবো, জানতাম না। নগদ আমাকে সেই সুযোগ করে দিয়েছে।’

রাজীব ভিডিও কলে পরিবারকে জমি দেখাতে দেখাতে বলছিলেন, ‘ঢাকায় নিজের একটা জমি হবে, এটা স্বপ্নেও ভাবতে পারিনি। নগদের কল্যাণে আমি এখন একটা জমির মালিক। আমি বিশ্বাস করতে পারছি না নগদ এভাবে স্বপ্নপূরণ করবে। আমার মনে হয়, আরো অনেকের স্বপ্নপূরণ হবে নগদের মাধ্যমে।’

তামিম ইকবাল জমি হস্তান্তরের সময় বলেন, নগদ এই জমি তুলে দেয়ার মাধ্যমে নিজের কথা রেখেছে। তিনি বলেন, ‘প্রতিশ্রুতি দেয়া সহজ। কিন্তু সেটা রক্ষা করা কঠিন। নগদ ক্যাম্পেইনের এই অবস্থায় এসেই জমি হস্তান্তর করে প্রমাণ করলো, তারা প্রতিশ্রুতি রাখতে জানে। এ জন্যই আমি নগদ পরিবারের একজন বলে নিজেকে মনে করি।’

সবশেষে নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক বলেন, ‘আমরা গ্রাহকের কারণেই আজ দেশের শীর্ষ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। তাদের কাছ থেকে পাওয়া ভালোবাসাই আমরা ফিরিয়ে দিয়েছি। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমরা শুধু মানুষের স্বপ্ন সত্যি করে যেতে চাই।’

ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রথমে নগদে কমপক্ষে ৫০০ টাকা লেনদেন অথবা কমপক্ষে ১০০ টাকার মোবাইল রিচার্জ কিংবা ব্যাংক থেকে নগদে ১০০০ টাকা অ্যাড মানি করতে হবে। তারপর ব্যবহারকারী এই ক্যাম্পেইনে অংশ নেয়ার উপযুক্ত হয়েছেন বলে একটি বার্তা পাবেন। সেক্ষেত্রে তাকে নগদ অ্যাকাউন্ট আছে এমন তিনজনের একটি দল গঠন করতে হবে।

আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0033969879150391