নজরুল বিশ্ববিদ্যালয়কে নন্দনকানন করে গড়ে তোলা হবে : উপাচার্য - দৈনিকশিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়কে নন্দনকানন করে গড়ে তোলা হবে : উপাচার্য

জাককানইবি প্রতিনিধি |

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে একটি নন্দনকানন হিসেবে গড়ে তোলা হবে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। তিনি বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয় হবে নন্দনকানন। এটি কঠিন কিছু নয়। এর জন্য স্থিতিশীলতা দরকার। ছাত্রছাত্রী শিক্ষক কর্মকর্তারা সহযোগিতা করলে খুব তাড়াতাড়িই এটি সম্ভব হবে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পাসে দুটো গেট হবে প্রধান দুটি ফটক। এখানে অবারিত চলাচলের সুযোগ থাকবে না। ইতোমধ্যে সীমানাপ্রাচীর দৃশ্যমান। এই প্রাচীরের চারপাশ দিয়ে রাস্তা হবে। এখানে জো-বাইক সিস্টেম চালু করা হবে। এই সিস্টেমে শিক্ষার্থীরা সাইকেলে নিমিষেই ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত করতে পারবে। আমাদের ইতোমধ্যেই এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবন উদযাপনের জন্য আয়োজন-অনুষ্ঠানের দরকার আছে। আমরা যারা আজকে প্রতিষ্ঠিত আমাদের সবার জীবনে ছাত্রজীবন গেছে। আজকে যারা ছাত্রছাত্রী আছো, তাদেরও একসময় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসবে। কিন্তু জীবনের এই পর্বান্তরটি যদি আগে বোঝা যায় তবে জীবনকে গুছিয়ে নেয়ার সুযোগ আছে।

ড. সৌমিত্র শেখর বলেন, আমরা যারা গত শতকের আট বা নয় দশকের ছাত্র তাদের ছাত্রজীবনের প্রথম ব্রত ছিল দেশকে রক্ষা করা। তখন আমরা জানতাম না পাস করে বেরিয়ে গেলে চাকরি পাবো কি না। কিন্তু আজকের ছাত্রছাত্রীদের সামনে সুসময় এসেছে। চাকরির বাজার খুলে গেছে। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতাও বেড়ে গেছে। বিশ্বায়নের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত হতে হবে। বিশ্বমানব হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্বমানবের মূলকথা হলো মানবিকতা। সমাজ তথা বিশ্বের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা সবসময় মনে রাখতে হবে।

বিভাগীয় চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী। অনভূতি ব্যক্ত করেন বিভাগের শিক্ষার্থী নবীন শিক্ষার্থী ওয়ালিদ নিহাদ ও তাবাসসুম মেহনাজ। এসময় বিভাগের অন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0051839351654053