নামের মিল থাকায় অন্যের কৃতিত্বের সংবর্ধনা নিলেন যবিপ্রবি ভিসি - দৈনিকশিক্ষা

নামের মিল থাকায় অন্যের কৃতিত্বের সংবর্ধনা নিলেন যবিপ্রবি ভিসি

যশোর প্রতিনিধি |

অন্যের কৃতিত্ব নিজের দাবি করে সংবর্ধনা নিয়ে ফের বিতর্কের জন্ম দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন। সম্প্রতি একটি আন্তর্জাতিক জার্নালে বিশ্বের শ্রেষ্ঠ গবেষকদের তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ২৬ জন শিক্ষক-গবেষক। কিন্তু সেই তালিকায় যবিপ্রবির ভিসির নাম না থাকলেও শনিবার তিনি ক্যাম্পাসে সংবর্ধনা নিয়েছেন। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যশোরে আসলে তার সামনেও নিজেকে বিশ্বসেরা গবেষক হিসেবে নিজেকে উপস্থাপন করেন ভিসি আনোয়ার হোসেন।

তবে শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ গবেষক হিসেবে সংবর্ধনা গ্রহণ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ডিসি প্রফেসর ড. আনোয়ার হোসেনকে নিয়ে সমালোচনা শুরু হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তিনি উচ্চ আদালতের ভৎর্সনাও শুনেছেন।

জানা গেছে, বিষয়ভিত্তিক গবেষণা কার্যক্রমে অবদানের ভিত্তিতে গবেষকদের এক বৈশ্বিক ডাটাবেজ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে বিশ্বের দেড় লাখেরও বেশি গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। বিশ্বসেরা গবেষকদের এ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ২৬ জন শিক্ষক ও গবেষক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএলওএস বায়োলজি জার্নালে সম্প্রতি এ তালিকা প্রকাশ করা হয়েছে।

জার্নালে যে ২৬ জন বাংলাদেশী গবেষকের নাম উঠে এসেছে সেখানে প্রফেসর আনোয়ার হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের প্রফেসর ছিলেন। তার গবেষণার বিষয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেই গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে এবং বিশ্বের সেরা গবেষকদের তালিকায় স্থান করে পেয়েছেন বাংলাদেশ সাইন্স একাডেমির ফেলো প্রফেসর আনোয়ার হোসেন। 

তবে, গত ১৪ নভেম্বর যবিপ্রবিতে শিক্ষামন্ত্রী দীপু মণি আসলে তার সামনে বিষয়টি নিজের গবেষণাপত্র দাবি করে বক্তব্য দেন ভিসি আনোয়ার হোসেন। আর এই কৃতিত্বের জন্য শনিবার তাকে শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনাও দেয়া হয়। যদিও ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন একজন অনুজীব বিজ্ঞানী এবং তার গবেষণার বিষয় মলিকিউলার বায়োলজি। জার্নালে যে বিষয়ের উপর গবেষণা প্রকাশিত হয়েছে তার সাথে ভিসির গবেষণার বিষয়ের কোন মিল নেই। 

বিষয়টি স্বীকারও করছেন ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন। এ নিয়ে জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘আমার গবেষণার সাথে জার্নালে প্রকাশিত গবেষণার মিল নেই। তবে গণিত বিভাগের প্রফেসর আনোয়ার হোসেন অনেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়েছেন। তাই একটা কনফিউশন তৈরি হয়েছে। তালিকায় থাকা প্রফেসর আনোয়ার হোসেন আমি নাকি তিনি সেটা এখন বলা যাচ্ছে না। কয়েক মাস পর আপডেট আসলে বিষয়টি পরিস্কার হবে।’

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক প্রফেসর আনোয়ার হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘সম্ভবত খবর পেয়েই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি লাফ দিয়ে উঠেছেন। বিষয়টি তলিয়ে দেখেন নাই। দেখলে বুঝতে পারতেন তার গবেষণার বিষয় মলিকিউলার বায়োলজি। আর জার্নালে যেটা প্রকাশিত হয়েছে সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার গবেষণার বাইরের বিষয়। উনার তরফ থেকে একটি ভুল হয়েছে। বিষয়টি নিয়ে তার একটি স্টেটমেন্ট দেয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। সেটা উনার জন্য ভালো হবে। আমি চাইনা তার কোন ক্ষতি হোক।’

এক প্রশ্নের জবাবে বিশ্বসেরা গবেষক প্রফেসর আনোয়ার হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথ সাহিত্যচর্চার সময় নোবেল পুরস্কার পাওয়ার বিষয়টি মাথায় আনেননি। কাজী নজরুল ইসলাম নাম-যশের জন্য সাহিত্যচর্চা করেননি। আমরা যারা গবেষণা করি, আমাদের সার্থকতা সেই গবেষণা মানুষের কাজে আসলে। এখানে কী স্বীকৃতি আসলো আর কে স্বীকৃতি দিল এটা নিয়ে আমি ভাবি না। তবে সবাইকে সত্যের উপর থাকা উচিত।’

ফল জালিয়াতি: পদে রেখেই সচিবের বিরুদ্ধে তদন্ত - dainik shiksha ফল জালিয়াতি: পদে রেখেই সচিবের বিরুদ্ধে তদন্ত শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালার কর্মশালা কাল - dainik shiksha শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালার কর্মশালা কাল দুবাইয়ে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা - dainik shiksha দুবাইয়ে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে - dainik shiksha ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে ফিলিস্তিনকে সমর্থনের ‘অভিযোগে’ সেরা ছাত্রীর বক্তৃতা বাতিল - dainik shiksha ফিলিস্তিনকে সমর্থনের ‘অভিযোগে’ সেরা ছাত্রীর বক্তৃতা বাতিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0053558349609375