নিউমার্কেটে সংঘর্ষে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী, একজনের অবস্থা গুরুতর - দৈনিকশিক্ষা

নিউমার্কেটে সংঘর্ষে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী, একজনের অবস্থা গুরুতর

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গুলিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। সোমবার (১৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

আহত দুই ছাত্র হলেন রজব ইসলাম (২৭) ও মোশাররফ হাজারি (২৪)। এর মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে অসংখ্য রাবার বুলেটের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক আইসিইউতে নিতে বলেছেন বলে জানান এক শিক্ষার্থী।

ঢাকা কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিযোগ বলেন, ‘পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মোশাররফ গুলিবিদ্ধ হন। অন্যদিকে একটি টিয়ার শেল রজবের বুকে লাগে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁদড়র ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। দুই ব্যবসায়ীও আহত হয়েছেন।

নিউমার্কেটে সংঘর্ষে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

সংঘর্ষের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে সাংবাদিকদের বলেন, ‘নিউমার্কেটে ব্যবসায়ীদের সাথে তিন শিক্ষার্থীর কথা-কাটাকাটির জের ধরেই সংঘর্ষের সূত্রপাত। শুরুতে স্থানীয় থানা পুলিশ এবং কন্ট্রোল রুমের অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। পরবর্তীতে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।’

সবমিলিয়ে ১০০ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি। তবে অসংখ্য শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত হয়েছেন, এমন দাবীকে অসাড় আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর গুলির কোনো ঘটনা ঘটেনি। শুধু টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে কলেজের শিক্ষকদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে পুলিশ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নিউমার্কেট এলাকা। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন কলেজ পরিচালনা পর্ষদ থেকে ঘুষে অভিযুক্ত সাংবাদিককে বাদ দেওয়ার দাবি - dainik shiksha কলেজ পরিচালনা পর্ষদ থেকে ঘুষে অভিযুক্ত সাংবাদিককে বাদ দেওয়ার দাবি পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0031428337097168