পবিপ্রবিতে নিয়ম ভেঙে নিয়োগ–পদোন্নতি, অর্থ ফেরতের তাগিদ - দৈনিকশিক্ষা

পবিপ্রবিতে নিয়ম ভেঙে নিয়োগ–পদোন্নতি, অর্থ ফেরতের তাগিদ

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: মো. কবির সিকদার ২০০৬ খ্রিষ্টাব্দে কম্পিউটার অপারেটর পদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগ পেয়েছিলেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে দ্বিতীয় বিভাগ। আর বিকমে তৃতীয় শ্রেণি। তবে শিক্ষাগত জীবনে তৃতীয় শ্রেণি তাঁর পদোন্নতি আটকাতে পারেনি। একবার নয়, তিনবার পদোন্নতি পেয়ে এখন তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। রোববার (২৪ মার্চ) প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন মোশতাক আহমেদ।

প্রতিবেদনে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, বিধিবহির্ভূতভাবে এটি করা হয়েছে। আরও সাতজন সহকারী রেজিস্ট্রারের ক্ষেত্রে একই ধরনের অনিয়ম দেখতে পেয়েছে ইউজিসি। আর এভাবে বিধিবহির্ভূতভাবে গ্রেড ও পদোন্নতি আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বলে উল্লেখ করেছে দেশের উচ্চশিক্ষা দেখভালের দায়িত্বে থাকা সংস্থাটি।

এ জন্য বিধিবহির্ভূতভাবে দেওয়া ইনক্রিমেন্ট, গ্রেড ও পদোন্নতি বাতিল করে আবার পে-ফিক্সেশন (বেতনকাঠামো সমন্বয়) করে বেতন স্কেল ও পদ নির্ধারণ করে অতিরিক্ত টাকা দায়ী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আদায় করে ইউজিসিকে জানাতে বলা হয়েছে।

তবে অনিয়মের ঘটনা কেবল এগুলোই নয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরও বিভিন্ন ক্ষেত্রেই অনিয়ম করে আর্থিক ক্ষতি করা হয়েছে বলে ইউজিসির চোখে ধরা পড়েছে। ১০ থেকে ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ অর্থবছরের সংশোধিত বাজেট পর্যালোচনা করতে গিয়ে আর্থিক এসব অনিয়মের ঘটনাগুলো দেখতে পায় ইউজিসি। বাজেটসংক্রান্ত এসব আপত্তির কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইউজিসি সূত্র জানিয়েছে, তারা এসব পর্যবেক্ষণ দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জবাব দেবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার সন্তোষ কুমার বোস বলেন, ইউজিসি খসড়া আকারে আপত্তির কথা জানিয়েছে। এটি চূড়ান্ত নয়। এখন বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক তাদের (ইউজিসি) সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন।

বাজেটসংক্রান্ত ওই সব আপত্তির বাইরেও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনুমোদন ছাড়াই নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে ও পদবিহীন নিয়োগ এবং সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগের অভিযোগ তদন্ত করছে ইউজিসি। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রণালয়ে এই অভিযোগপত্র দিয়েছিল। তার ভিত্তিতে ইউজিসির সচিব ফেরদৌস জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি তদন্ত করছে। ফেরদৌস জামান বলেন, এখন তাঁরা তদন্ত প্রতিবেদন তৈরির কাজ করছেন।

ইউজিসির বাজেট পর্যালোচনাসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, কবির সিকদার ছাড়াও আরও যে সাতজনকে অনিয়ম করে গ্রেড ও পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁরা হলেন প্রকৌশল বিভাগের সহকারী রেজিস্ট্রার মুহা. মাসুম বিল্লাহ, এএনএসভিএম অনুষদের সহকারী রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স বিভাগের মো. জিয়াউদ্দিন, শের-ই–বাংলা হলের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ কামরুজ্জামান, দুর্যোগ ও ব্যবস্থাপনা অনুষদের মো. মুনীরুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মহসিন ও মুহাম্মদ মাহবুব আলম।

জানতে চাইলে মো. কবির সিকদার মুঠোফোনে বলেন, রিজেন্ট বোর্ডের (সিন্ডিকেটকে এখানে রিজেন্ট বোর্ড বলে) অনুমোদন নিয়েই তাঁরা পদোন্নতি পেয়েছেন। শুধু তিনি নন, তাঁর মতো আরও কয়েকজন আছেন। তবে তাঁরা তো আর এটি করেননি। সময় হওয়ায় তাঁরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। এখন কর্তৃপক্ষ যা বলবে, তা মেনে নেবেন।

ইউজিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব অনিয়মের বিষয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট পর্যালোচনাকালেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ইউজিসিকে জানাতে বলা হয়েছে।

জনবলকাঠামোর বাইরে ৫৭ পদে নিয়োগ

ইউজিসির বাজেট পর্যালোচনা দলের প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত জনবলকাঠামোতে (অর্গানোগ্রাম) পদ না থাকা সত্ত্বেও উপপরীক্ষা নিয়ন্ত্রক, উপরেজিস্ট্রার, উপপরিচালকসহ বিভিন্ন পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন উপরেজিস্ট্রার রয়েছেন। সহকারী রেজিস্ট্রার আছেন ৯ জন। একইভাবে বিভিন্ন দপ্তরে ২১ জন সেকশন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। বাকিরা অন্যান্য পদে নিয়োগ পেয়েছেন।

ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বা অনিয়মিত শ্রমিক পদে নিয়োজিতদের মাঠপর্যায়ে কাজ করার বাধ্যবাধকতা থাকলেও তাদের বিভিন্ন দপ্তরে বা বিভাগে দায়িত্ব দিয়ে নিয়ম ভঙ্গ করা হয়েছে।

অনুমোদনহীন নিয়োগ

ইউজিসির প্রশাসনিক অনুমোদন ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে ছয়জন প্রভাষক। একই কায়দায় একই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে তিনজন শাখা কর্মকর্তা, একজন ‘কিচেন হেলপার’, নয়জন ল্যাব অ্যাটেনডেন্ট, দুজন বুক বাইন্ডার, দুজন অ্যাটেনডেন্ট, দুজন হেলপার, দুজন মালি, একজন সুইপার, ৮ জন অফিস সহায়ক।

ইউজিসি বলেছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ রকম নিয়োগের মাধ্যমে বেতন–ভাতা পরিশোধ করে নিয়মের ব্যত্যয় ও আর্থিক ক্ষতি করা হয়েছে। কারণ, ইউজিসির প্রশাসনিক অনুমোদন ছাড়া কোনো পদে নিয়োগ, পদোন্নতি বা আপগ্রেডেশনের সুযোগ নেই। এ জন্য ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে এই জনবলের জন্য বেতন-ভাতা বরাদ্দ ধরা হয়নি।

জানতে চাইলে ইউজিসির সদ্য সাবেক সদস্য অধ্যাপক মো. আবু তাহের (গত সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন) বলেন, তাঁরা আর্থিক অনিয়মগুলো চিহ্নিত করার পাশাপাশি প্রায় প্রতিটি ক্ষেত্রে করণীয় বিষয়ে সুপারিশও করেছেন। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারি বিধিবিধান মেনে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0034401416778564