পরীক্ষার দাবিতে ২য় দিনে হাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান - দৈনিকশিক্ষা

পরীক্ষার দাবিতে ২য় দিনে হাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান

হাবিপ্রবি প্রতিনিধি |

স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। 

অবস্থান কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে ১৬ ব্যাচের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, ‘দীর্ঘ আট মাস অতিবাহিত হতে চললো কিন্তু লেভেল ৪ সেমিস্টার ২ এর ফাইনাল পরীক্ষা দিতে পারলাম না। আমরা পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। আর কোনো অপেক্ষা নয়, আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের চূড়ান্ত পরীক্ষা দিতে চাই।

অবস্থান কর্মসূচির ব্যাপারে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, আজকে আমরা অর্ধবেলা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষা নিচ্ছে তখন আমাদের বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কেন পরীক্ষা নিতে পারবেনা! আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে আমরা রবিবার থেকে কঠোর আন্দোলনে যাবো।’
 
শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ বলেন, উপাচার্য মহোদয় আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত সময় চেয়েছেন শিক্ষার্থীদের কাছে একাডেমিক কাউন্সিল কবে নাগাদ ডাকবেন সে ব্যাপারে তিনি জানাতে চেয়েছেন। এছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি একাডেমিক কাউন্সিল হওয়া অত্যান্ত জরুরি। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান রইল যাতে এই কয়েকদিন তারা অবস্থান কর্মসূচি পালন না করে।
 
অন্যদিকে, গত ১৭ অক্টোবর চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনের পাশাপাশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ বরাবর স্মারকলিপি পাঠান। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় গত ১ নভেম্বর প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন কর্মসূচি পালন করতে গেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য ৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ইউজিসির সভার জন্য অপেক্ষা করতে বলেন। কিন্তু ইউজিসি থেকে কোনো ফল না আসায় এমন কর্মসূচি নেয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.014482021331787