পাসে এগিয়ে যশোর বোর্ড, পিছিয়ে সিলেট - দৈনিকশিক্ষা

পাসে এগিয়ে যশোর বোর্ড, পিছিয়ে সিলেট

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে ৮৬ হাজার ২৬২টি। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। গতবার পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। তবে এবার গড় পাস করেছেন ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। গতবার এ হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। 

তবে এ বছর যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে। আর বরিশাল বোর্ডে উভয় কমেছে।

সর্বোচ্চ পাসের হার যশোর বোর্ডে ৯৫ দশমিক ১৭ শতাংশ। সবচেয়ে কম পাস করেছেন সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৮২ শতাংশ। সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে ৬৪ হাজার ৯৮৪ জন। সবচেয়ে কম জিপিএ-৫ সিলেট বোর্ডে ৭ হাজার ৫৬৫ জন।

এবার এসএসসি ও সমমানে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নিয়েছিলেন ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ২ লাখ ৫০ হাজার ৫১৮ শিক্ষার্থী ফেল করেছেন।

গতকাল সোমবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ বোর্ডে গড় পাস করেছেন ৮৮ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী। গতবার এ পাসের হার ছিল ৯৪ দশমিক ০৮ শতাংশ। শুধু এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৯০ জন শিক্ষার্থী। গতবার শুধু এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৬৩ হাজার ৮৪০ জন। 

আরও পড়ুন : এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় ৮২ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৯৩ দশমিক ২২ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৪৫৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৪ হাজার ৩১৩ জন। এবার দাখিলেও বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার। দাখিলে অংশ নেওয়া ২ লাখ ৬০ হাজার ১৩২ জনের মধ্যে পাস করেছেন ২ লাখ ১৩ হাজার ৮৮৩ জন, ফেল করেছেন ৪৬ হাজার ২৪৯ জন।  

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৮৯ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৮৮ দশমিক ৪৯ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৬৫৫ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। পাস করেছেন ১ লাখ ৩০ হাজার ১৬৫ জন, আর ফেল করেছেন ১৫ হাজার ১৮৩ জন। 

দৈনিক আমাদের বার্তার ই-পেপার পড়ুন

ঢাকা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৪ হাজার ৯৮৪ জন। এ বোর্ডে ৯০ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৯৩ দশমিক ১৫ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৪৯ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডেও পাসের হার কমলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ লাখ ৯৩ হাজার ৯২৬ জন শিক্ষার্থী। পাস করেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬৫৩ জন। ফেল করেছেন ৩৯ হাজার ২৭৩ জন। 

রাজশাহী বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৫১৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২৭ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী। চলতি বছর রাজশাহী বোর্ডে ৮৫ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। রাজশাহী বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। ফেল করেছেন ২৭ হাজার ৫৪৩ জন।

বরিশাল বোর্ডে ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বোর্ডে এ বছর ৮৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৮৫ হাজার ১৪ জন। ফেল করেছেন ৯ হাজার ৮৫৭ জন।

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী। এ বোর্ডে ৯১ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৯৬ দশমিক ২৭ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৪ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডেও পাসের হার কমেছে, জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন। ফেল করেছেন ১৬ হাজার ২৯১ জন।

যশোর বোর্ডে ৯৫ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৩০ হাজার ৮৯৩ জন। গতবার এই পাসের হার ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৬ হাজার ৪৬১ জন।। যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। এ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন। আর ফেল করেছেন ৮ হাজার ১৮৭ জন। 

চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। এ বোর্ডে ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ৩০ হাজার ১৩ জন। ফেল করেছেন ১৮ হাজার ৫২৭ জন। 

সিলেট বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৫৬৫ জন। এ বোর্ডে এ বছর ৭৮ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার কমলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। সিলেট বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৯৬১ জন শিক্ষার্থী। পাস করেছেন ৯০ হাজার ৯৪৮ জন। ফেল করেছেন ২৪ হাজার ৪৪৩ জন।

দিনাজপুর বোর্ডে ৮১ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। গতবার এই পাসের হার ছিল ৯৪ দশমিক ৮ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডেও পাসের হার কমেছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৭৪ হাজার ৫৭৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন। ফেল করেছেন ৩২ হাজার ৮৯৫ জন।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। এ বোর্ডে পাস করেছেন ৮৯ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯৭ দশমিক ৫২ শতাংশ। গতবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ৯২ জন। ময়মনসিংহ বোর্ডেও পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে। এ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১৩ হাজার ৮৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ৯৭ হাজার ৮৮২ জন, ফেল করেছেন ১২ হাজার ৭০ জন।

পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন কলেজ পরিচালনা পর্ষদ থেকে ঘুষে অভিযুক্ত সাংবাদিককে বাদ দেওয়ার দাবি - dainik shiksha কলেজ পরিচালনা পর্ষদ থেকে ঘুষে অভিযুক্ত সাংবাদিককে বাদ দেওয়ার দাবি পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0073831081390381