পুলিশ নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে - দৈনিকশিক্ষা

পুলিশ নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে

দৈনিকশিক্ষা ডেস্ক |

বাংলাদেশ পুলিশের নন-ক্যাডার সদস্য (এসআই, সার্জেন্ট ও কনস্টেবল) নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এতে অধিক উচ্চতার ও মেধাবী প্রার্থীরা পুলিশের নিয়োগে অগ্রাধিকার পাবেন, সুযোগ কমবে কম উচ্চতার প্রার্থীদের। কড়াকড়ি আরোপ করা হচ্ছে পুরো পরীক্ষা পদ্ধতিতেই। থাকছে কম্পিউটারে দক্ষতা এবং প্রবণতা (পেশার প্রতি আগ্রহ) ও কণ্ঠস্বর পরীক্ষার মতো নতুন অনেক বিষয়। ইতিমধ্যে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি নিয়োগবিধির এই সংশোধনী অনুমোদন দিয়েছে এবং আজ রবিবার তা সরকারি আদেশ আকারে প্রকাশ হওয়ার কথা রয়েছে। এরপর নথিটি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং শেষে কার্যকর হবে। রোববার (১৪ মার্চ) দেশ রুপান্তর পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় । প্রতিবেদনটি লিখেছেন সরোয়ার আলম ও আলাউদ্দিন আরিফ।

প্রতিবেদনে আরও জানা যায়, সংশ্লিষ্টরা আশা করছেন আগামী এপ্রিল থেকে নুতন পদ্ধতিতে পুলিশে নিয়োগ শুরু হবে। এর মাধ্যমে সংস্কার ও পরিবর্তন হতে যাচ্ছে দীর্ঘদিনের পুরনো নিয়োগ পদ্ধতির।

এ প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, 'পুলিশের নিয়োগে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। সামনে পুলিশের যেসব নিয়োগ হবে সেগুলো অতীতের তুলনায় কঠিন থেকে কঠিনতর হবে। কোনো তদবিরই নিয়োগের ক্ষেত্রে কাজে আসবে না। কেউ তদবির করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। যারা মেধাবী ও যোগ্য তারাই পুলিশে কাজ করার সুযোগ পাবে।'

তিনি আরও বলেন, 'পুলিশে সদস্যদের নিয়োগগুলো পুলিশ সদর দপ্তর নিয়ন্ত্রণ ও মনিটরিং করবে।'

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-প্লানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, 'বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র), সার্জেন্ট ও কনস্টেবলদের নিয়োগপদ্ধতি যুগোপযোগীকরণের জন্য পুলিশ রেগুলেশন, ১৯৪৩ এর সংশ্লিষ্ট প্রবিধান সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা বিগত ২০-১৫ বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন। বিষয়টি পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিগত অনুমোদন দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার ভেটিংও সম্পন্ন হয়েছে।' প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি গত ৭ মার্চ নিয়োগবিধির সংশোধনীর অনুমোদন দিয়েছে জানিয়ে এআইজি আমজাদ বলেন, "আজ রবিবার নথিটি 'আদেশ' আকারে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এরপর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আমরা আশা করছি আগামী এপ্রিল মাস থেকে সংশোধিত নিয়োগ পদ্ধতিতে নিয়োগ কার্যকর করা যাবে।" 

তিনি আরও বলেন, 'সংশোধনীতে আমরা যোগ্যতার কিছু প্যারামিটার নির্ধারণ করে দিয়েছি। কেউ আবেদন করলেই গণহারে পুলিশ লাইনে ডাকা হবে না। উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতাসাপেক্ষে যোগ্য প্রার্থীদের অটো স্ক্রিনিং করে অধিকতর যোগ্যদের ডাকা হবে।'

নিয়োগ পদ্ধতির সংশোধনী প্রসঙ্গে মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে দরকার দক্ষ পুলিশ প্রশাসন। আমরা এমন নিয়োগ চাই, যাতে একজন কনস্টেবলও যোগ্য পুলিশ কর্মকর্তা হয়ে উঠতে পারেন। তিনি পর্যায়ক্রমে নিজ যোগ্যতায় পদোন্নতি পেয়ে পুলিশের উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করতে পারেন। সে লক্ষ্যকে সামনে রেখে এই নিয়োগ পদ্ধতি করা হয়েছে।'

প্রস্তাবিত সংশোধনীর নথিপত্র থেকে জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পদ্ধতি যুগোপযোগীকরণের জন্য পুলিশ রেগুলেশন ১৯৪৩ এর সংশ্লিষ্ট প্রবিধান সংশোধনকরণ প্রসঙ্গে বলা হয়- পুরুষ প্রার্থীর উচ্চতা অবশ্যই ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপের ক্ষেত্রে ৩১ ইঞ্চি সাধারণ ও বর্ধিকরণ ৩৩ ইঞ্চি থাকতে হবে। কনস্টেবল নারী প্রার্থীদের ক্ষেত্রে আগে উচ্চতা নির্ধারিত ছিল ১ দশমিক ৫৮ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। সংশোধনীতে তা পাল্টে ৫ ফুট ৪ ইঞ্চি করা হয়েছে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে দৈনিক সংবাদপত্রের পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়া এবং ওয়েব সাইটে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে (পয়েন্ট স্কেল অনুসরণপূর্বক) প্রিলিমিনারি স্ক্রিনিং করে অধিক উচ্চতা সম্পন্ন এবং ভালো ফলাফল অর্জনকারী প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা নির্ধারণ করতে হবে। দৌড়, রোপ ক্লাইম্বিংয়ের পাশাপাশি হাইজাম্প, লংজাম্প, পুশআপ, সিটআপ এবং ড্র্যাগিং অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ হওয়ার প্যারামিটার নির্ধারক।

সাব-ইন্সপেক্টর বা এসআইদের নিয়োগ পদ্ধতির সংশোধনীতে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বর্তমান উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির পরিবর্তে ৫ ফুট ৬ ইঞ্চি করার প্রস্তাব করা হয়েছে। নারীদের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি। তাদের ওজন অনুমোদিত মাপ হিসেবে হতে হবে।

এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য বর্তমান বিধি অনুযায়ী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ সদর দপ্তর নিয়োগের ব্যবস্থা করবে। এক্ষেত্রে আবেদনকারী যদি নিজ জেলা অফিসে আবেদন সময়মতো পৌঁছাতে না পারেন, তাহলে উপপুলিশ প্রধান রেঞ্জেস আবেদন গ্রহণ করবেন। সংশোধিত প্রস্তাবনায় বলা হয়েছে, নিয়োগের জন্য বহুল প্রচারিত ২টি বাংলা ও ১টি ইংরেজি দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। এছাড়া পুলিশের নিজস্ব ওয়েবসাইটে ও ইলেকট্রনিক মিডিয়াতেও দিতে হবে। এসআই পদের জন্য দরখাস্ত করতে হবে পুলিশ সদর দপ্তরের ওয়েব পোর্টালে অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে। আবেদনকারীর উচ্চতা বিবেচনায় ৪৫ শতাংশ, এসএসসি বা সমমানের ভালো ফলাফল বিবেচনায় ১৫ শতাংশ, এইচএসসি বা সমমানের ভালো ফলাফল বিবেচনায় ১৫ শতাংশ এবং ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতার ভালো ফলাফল বিবেচনায় অপর ২৫ শতাংশ নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর অটো স্ক্রিনিং করে যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে। তবে সংক্ষিপ্ত তালিকা প্রকৃত শূন্যপদের চেয়ে ৫ গুণের বেশি হবে না। এ তালিকার প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে।

সংশোধনীতে বলা হয়, উপপুলিশ মহাপরিদর্শক রেঞ্জেস কর্র্তৃক শারীরিক মাপ নেওয়া হবে। এর মধ্যে উচ্চতা, বুক, ওজন ও শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই, সহনশীলতা পরীক্ষা এবং প্রচলিত দৌড় (৭ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে পুরুষ ১৬০০ মিটার, মহিলা ৭ মিনিটের মধ্যে ১০০০ মিটার), লম্বা লাফ (পুরুষ-৩ দশমিক ৫ ফুট এবং মহিলা- ২ দশমিক ৫ ফুট), ওপরে তুলে ধরা (পুরুষ-৪০ সেকেন্ডে ১৫ বার এবং মহিলা- ৩০ সেকেন্ডে ১০ বার), সিট অ্যাপস (পুরুষ- ৪০ সেকেন্ডে ১৫ বার এবং মহিলা- ৩০ সেকেন্ডে ১০ বার), টানা (পুরুষ- ৩০ ফুট ১৬০ পাউন্ড, মহিলা- ২০ ফুট ১২০ পাউন্ড) এবং দড়ি বেয়ে ওপরে ওঠা (পুরুষ- ১২ ফুট এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৮ ফুট)। এছাড়া লিখিত ও শারীরিক পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ অনুসারে নেওয়া হবে।

সারা দেশে পরীক্ষা নেওয়ার জন্য এসপি পদের নিচে নয় এমন কর্মকর্তাদের দিয়ে পুলিশ সদর দপ্তর প্রশ্নপত্র প্রস্তুত করবে। যেখানে ১০০ নম্বরের পৃথক দুটি প্রশ্নপত্র থাকবে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ থাকবে ৩ ঘণ্টা। এতে ইংরেজি ও বাংলা রচনা ছাড়াও সাধারণ জ্ঞান ও অঙ্ক থাকবে। এছাড়া ৫০ নম্বরের মানসিক পরীক্ষাও থাকছে। এসপি পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তাদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল শিট প্রস্তুত করে তা যথাযথ প্রক্রিয়ায় পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। ৫ নম্বর বিধির প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচিত আবেদনকারীদের মধ্যে যিনি ৫০ শতাংশ পাস নম্বর বা প্রতি বিষয়ে তদূর্ধ্ব নম্বর পাবেন, তাদের নামের লিস্ট নির্দিষ্ট উপপুলিশ মহাপরিদর্শক রেঞ্জেসের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। এরপর পুলিশ সদর দপ্তর ওই প্রার্থীদের কম্পিউটারের ওপর পরীক্ষা নেবে। এতে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং এবং এর সমস্যা সমাধানের ওপর বিস্তারিত পরীক্ষা নেবে। যিনি এক বা একাধিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর কম্পিউটার টেস্টে পাস করবেন, পরবর্তী সময়ে ওই প্রার্থীর প্রবণতা (পেশার প্রতি আগ্রহ) পরীক্ষা এবং কণ্ঠস্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এতে প্রবণতা পরীক্ষার নম্বর ২৫, কণ্ঠস্বর পরীক্ষার নম্বরর ২৫ এবং যার মোট পাস নম্বর থাকবে ২৫।

পুলিশ সার্জেন্ট ও নারী সার্জেন্ট নিয়োগে বিদ্যমান পিআর, ১৯৪৩-এর প্রবিধান ৭৩৯-এর সংশোধন প্রস্তাবেও এএসআই নিয়োগের মতো একই ধরনের সংশোধনী আনার কথা বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা সঙ্গে আলাপকালে বলেন, কনস্টেবল নিয়োগে তদবির-বাণিজ্য ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কনস্টেবল নিয়োগের সময় রাজনৈতিক তদবির, সিøপ দেওয়া এগুলো সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।

তারা আরও বলেন, ২০১৮ ও ২০১৯ সালে কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে তদবির হয়নি বললেই চলে। পুলিশ সদর দপ্তর প্রতিটি জেলায় কঠোর মনিটরিং করে। এই জন্য পুলিশ সদর দপ্তর থেকে প্রতি জেলায় একজন পুলিশ সুপার ও একজন করে অতিরিক্ত পুলিশ সুপারের সমন্বয়ে একটি তদারকি টিম করা হয়। নিয়োগ পরীক্ষা শুরুর পর টিমগুলো তাদের দায়িত্বপ্রাপ্ত জেলায় অবস্থান করে নিয়োগের স্বচ্ছতা প্রত্যক্ষ করে। ওই সময় পুলিশের নিয়োগে আর্থিক লেনদেনে জড়িত থাকার প্রমাণ মিললে তাৎক্ষণিক গ্রেপ্তার করার নির্দেশনাও ছিল। কনস্টেবল নিয়োগে প্রার্থীর চাকরি পেতে খরচ ১০৩ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। নির্দেশনা পেয়ে জেলার এসপিরা ঘোষণা দেন, সরকারি ফি ছাড়া প্রার্থীদের আর কোনো টাকা লাগবে না। তারা এলাকায় মাইকিং করে জানিয়ে দেন, পুলিশে চাকরি পেতে কোনো দালাল বা তদবির করতে হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পুলিশে চাকরি হবে। যার ফলে নিয়োগে সফলতা পাওয়া গেছে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.033551931381226