পুলিশকে ভুল ঠিকানা দিয়েছে বাবুল আক্তার - দৈনিকশিক্ষা

পুলিশকে ভুল ঠিকানা দিয়েছে বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক |

মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার পুলিশকে তার বাসার ভুল ঠিকানা দিয়েছেন। কেন কী উদ্দেশ্যে ভুল ঠিকানা দেওয়া হলো- এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পিবিআই এর প্রধান বনজ কুমার মজুমদার।

পিবিআই প্রধান বলেন, বাবুল হয়তো তার বর্তমান স্ত্রীকে পুলিশের মুখোমুখি করতে চাননি। তাই বাসার ভুল ঠিকানা সরবাহ করেছেন। মামলার এজাহারেও ভুল ঠিকানা লেখা হয়েছে। তবে এটা বাবুলের অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা সঠিক থাকায় অস্থায়ী ঠিকানা ভুল হলেও এটা মামলার পরিচালনার জন্য বড় কোনো সমস্যা নয়।

বাবুল মোহাম্মদপুরের বাবর রোডের সি ব্লকের, ১১ নম্বর সড়কের ২২ নম্বর বাসার আট তলায় বসবাস করেন বলে দাবি করলেও সেখানে আদতে তিনি বসবাস করছিলেন না। আসলে মোহাম্মদপুরের যে বাসায় বাবুল সর্বশেষ বসবাস করছিলেন গত সোমবার থেকে সেখানে তার বর্তমান স্ত্রী ও সন্তানরা নেই। সোমবার বাসা তালাবদ্ধ করে তারা চলে গেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এর আগেও একাধিক দফায় মামলার বাদী হিসেবে বাবুল চট্টগ্রামে গিয়ে তার বক্তব্য দিয়েছেন। তবে সেটা দিয়েছেন যখন মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে তদন্তের ভার ন্যাস্ত ছিল। পিবিআই’র কাছে মামলার বাদী হিসেবে বক্তব্য দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো বাবুল যাওয়ার পর কেন তার পরিবারের পক্ষ থেকে ফোন করে মিতু স্বজনের কাছে ফোন করা হলো। বাবুলের ঢাকায় ফেরা নিয়ে কী কারণে তার বর্তমান স্ত্রী সংশয় প্রকাশ করলেন- এর নেপথ্য কারণ অনুসন্ধান করা হবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও বলছে, এখন পর্যন্ত মিতু হত্যা মিশনে বাবুল তিন লাখ টাকা খরচ করেছেন এমন প্রমাণ মিলছে। তবে এই অঙ্ক আরও বড় বলে অপর একটি সূত্র জানিয়েছে। এ বিষয়টি নিশ্চিত হতে বিশদ তদন্ত চলছে।

তবে এখন পর্যন্ত তদন্তে উঠে এসেছে- স্ত্রী হত্যার তিন দিন পর বাবুল আক্তার তার ব্যবসায়িক অংশীদার সাইফুল হককে বলেন, তার লাভের অংশ থেকে তাকে যেন তিন লাখ টাকা দেওয়া হয়। সাইফুল বিকাশের মাধ্যমে ওই টাকা গাজী আল মামুনকে পাঠান। গাজী আল মামুন ওই টাকা মুসা, ওয়াসিমসহ আসামিদের ভাগ করে দেন।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0072329044342041