প্রক্সি ক্লাস নিতে বলায় প্রধান শিক্ষিকাকে ‘গালাগালি’ - দৈনিকশিক্ষা

প্রক্সি ক্লাস নিতে বলায় প্রধান শিক্ষিকাকে ‘গালাগালি’

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি |

একজন শিক্ষিকা অনুপস্থিত থাকায় বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন সহকারী শিক্ষক কামরুজ্জামানকে প্রক্সি ক্লাস নিতে বলেছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকা ‘গালাগালি’ করেছেন ওই শিক্ষক। সহকারী শিক্ষক কামরুজ্জমানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। 

সোমবার (১১ অক্টোবর) দুপুরে প্রধান শিক্ষিকা হালিমা খাতুন দৈনিক শিক্ষাডটকমকে অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার নৈমিত্তিক ছুটিতে ছিলেন। তার অনুপস্থিতির কারণে সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানকে চতুর্থ শ্রেণির গণিত ক্লাস নেওয়ার জন্য বলেন প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। 

এসময় প্রধান শিক্ষিকা হালিমা খাতুনের সঙ্গে সহকারী শিক্ষক কামরুজ্জামান অকথ্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণ করেন। এরআগেও বিভিন্ন সময় প্রধান শিক্ষিকা হালিমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করেছেন সহকারী শিক্ষক কামরুজ্জামান। 

এ বিষয়ে গত রোববার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক কামরুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলবো। এ কথা বলেই ফোনটি কেটে দেন তিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সহকারী শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0036230087280273