প্রশাসনের কাছে চবি শিক্ষার্থীদের চার প্রত্যাশা - দৈনিকশিক্ষা

প্রশাসনের কাছে চবি শিক্ষার্থীদের চার প্রত্যাশা

দৈনিকশিক্ষা ডেস্ক |

বরাবরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওপর নানা বিষয়ে চট্টগ্রাম সিটি করেপোরেশনের প্রভাব লক্ষণীয়। সদ্য অনুষ্ঠেয় চসিক নির্বাচনে বিজয়ী, নব গঠিত প্রশাসনের কাছে চবি শিক্ষার্থীদের রয়েছে চার প্রত্যাশা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে আরও জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান শহরের বাইরে হলেও সিংহভাগ শিক্ষার্থীকে নানা কারণে শহরে অবস্থান করতে হয়। দূরদূরান্ত থেকে পড়তে আসা এসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আবাসন সংকটে থাকতে হয় শহরের বিভিন্ন প্রান্তে ভাড়াবাড়িতে। প্রায়শই কারণে অকারণে বাড়ির মালিকদের দুর্ব্যবহার, স্থানীয়দের হুমকি-ধামকি কিংবা চাঁদাবাজির মতো ঘটনার শিকার হতে হয় তাদের। প্রথমত, এই আবাসনসংক্রান্ত সমস্যা মোকাবিলায় আবাসিকব্যবস্থায় পূর্ণ নিরাপত্তা প্রদান ও শিক্ষার্থীদের ব্যাপারে আওতাধীন জনগোষ্ঠীকে সচেতন করতে হবে।

দ্বিতীয়ত, বিভিন্ন প্রয়োজনে বাস কিংবা ট্রেন যোগে শিক্ষার্থীদের শহরের বিভিন্ন জায়গায় যেতে অনেক সময় তারা হেনস্তা হয়ে থাকে। কিছুদিন আগেও কোনো এক বাসের কনডাকটর একজন শিক্ষার্থীর গায়ে অন্যায়ভাবে হাত তোলে। গত বছর ফেব্রুয়ারির দিকে একজন ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছিল। এ ব্যাপারে চসিক কর্তৃপক্ষের যথাযথ প্রদক্ষেপ এবং প্রতিকারের বিষয়ে অবিলম্বে উদ্যোগ গ্রহণ কাম্য।

তৃতীয়ত, সরকার যাতায়াত সুবিধা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করেছে। কিন্তু ট্রেনে স্থানীয় লোকদের অনাকাঙ্ক্ষিত যাতায়াতের ফলে প্রায়শই অনেক শিক্ষার্থী যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হয়। মাঝে মাঝে স্থানীয় বখাটে ছেলে শিক্ষার্থী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরক্ত করে। এই সমস্যা নিরসনে শাটল ট্রেনের ব্যবহারবিধি সম্পর্কে স্থানীয়দের অবহিত করতে হবে।

চতুর্থত, বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের নির্ভর করতে হয় টিউশনব্যবস্থার ওপর। অপরিচিত এই শহরে টিউশন নিতে চাওয়ার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ‘টিউশন মিডিয়া’ শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত প্রতারণা করছে। টিউশনি দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে মিডিয়া ফি নিয়ে টিউশন দিতে অস্বীকৃতি কিংবা কিছুদিনের জন্য সুযোগ দিয়ে অযাচিতভাবে তাড়িয়ে দেওয়াই তাদের কাজ। শিক্ষার্থীদের অর্থ আত্মসাত্কারী এই প্রতারকচক্রকে আইনের আওতায় এনে লাগাম টানা জরুরি।

লেখক : রণি রত্নাকর, শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0067529678344727