প্রাথমিক শিক্ষক নিয়োগ : অনিশ্চয়তায় ১৩ লাখ চাকরিপ্রার্থী - দৈনিকশিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ : অনিশ্চয়তায় ১৩ লাখ চাকরিপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক |

চিকিৎসার প্রয়োজনে মাকে নিয়ে আগামী এপ্রিলে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তানজির ইসলামের। কিন্তু ১২ মার্চ তিনি জানতে পারেন, এপ্রিল মাসজুড়ে পাঁচ ধাপে নেওয়া হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, যে পরীক্ষার জন্য ২০২০ সাল থেকেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরিবারের হাল ধরতে চাকরিটা খুব দরকার। তাই বাধ্য হয়েই এপ্রিলে ভারতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন তানজির। কিন্তু যেই পরীক্ষার জন্য সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে, সেই পরীক্ষাই এখন অনিশ্চয়তায়।

তানজির বলেন, ‘মন্ত্রণালয় থেকে জানানো হলো ১ এপ্রিল শুরু হবে পরীক্ষা। সেভাবেই সব প্রস্তুতি নিলাম। এখন দেখছি, ১ এপ্রিল পরীক্ষা তো হবেই না। কবে শুরু হবে তা নিয়েও ঝেড়ে কাশছে না কেউ।’

তানজিরের মতোই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। শুধু পরীক্ষার তারিখ নয়, পরীক্ষার স্থান নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সারা দেশে ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগে ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর ১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় ৩২ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রাথমিকের ইতিহাসে এটিই সবচেয়ে বড় নিয়োগ। এই নিয়োগ পরীক্ষার অপেক্ষায় দিন গুনছেন ১৩ লাখ চাকরিপ্রত্যাশী।

১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ১ এপ্রিল থেকে পাঁচ ধাপে

কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়া হবে পরীক্ষা। কিন্তু মন্ত্রণালয় থেকে এখন বলা হচ্ছে, পরীক্ষার স্থান ও তারিখ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান  বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সভা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তবে কবে এই সভা হবে তা স্পষ্ট করে জানাতে পারেননি এই কর্মকর্তা।

অন্যদিকে, মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা দাবি করেছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরও পরীক্ষা নেওয়া যাচ্ছে না।

আর প্রার্থীদের অভিযোগ মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতাই পরীক্ষা জটিলতার কারণ।

এসব বিষয়ে জানতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ক্ষুদেবার্তারও কোনো উত্তর দেননি তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমও প্রাথমিক শিক্ষক নিয়োগ-সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেননি।

তবে অধিদপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন, শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। আরেকটিও বাতিলের পর্যায়ে। প্রথমটি হলো ১ এপ্রিল পরীক্ষা নেওয়া। আর দ্বিতীয়টি কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা নেওয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানাচ্ছেন, অধিদপ্তর সারা দেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে গত রোববার ভার্চুয়াল সভা করেছে। সেখানে জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়, বরং আগের মতো জেলা সদরেই হবে নিয়োগ পরীক্ষা।

তবে অধিদপ্তর বা মন্ত্রণালয় কোনো পক্ষই এটা নিয়ে আনুষ্ঠানিক কিছু বলছে না।

প্রার্থীরা বলছেন, এই পরীক্ষার দিন, তারিখ ও স্থান নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তন তাঁদের ভোগান্তি বাড়াচ্ছে। তাঁদের দাবি—সিদ্ধান্ত যেটাই হোক না কেন, দ্রুত সবাইকে যেন জানিয়ে দেওয়া হয়।

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0041639804840088