বইমেলায় বসন্ত ও ভালবাসা দিবসের আঁচ - দৈনিকশিক্ষা

বইমেলায় বসন্ত ও ভালবাসা দিবসের আঁচ

ঢাবি প্রতিনিধি |

ঋতুর রাজ বসন্তের আগমন, সঙ্গে ভালবাসা দিবস। তাই অমর একুশে বইমেলা ছিলো যুগলদের এক দারুণ অনুষঙ্গ। বাসন্তী সাজে মাথায় ফুল পরে মেলায় এসেছেন প্রিয় মানুষটির সঙ্গে।

মঙ্গলবার বেলা ৩টা থেকে শুরু হয় মেলা, চলে রাত ৯টা পর্যন্ত। শুরুর সঙ্গে মেলাতে উপচে পড়া ভীড় ছিল। পাঠক-দর্শনার্থীতে মুখর ছিল বই মেলা। বাহারি পোশাকে সেজে, প্রিয় মানুষের সঙ্গে অনেকেই মেলা এসেছেন। সঙ্গে এসেছেন কারো প্রিয় সদস্যও।

প্রেমিক যুগল নিতু ও ইব্রাহিম পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। মেলাতে একই রঙের হলুদ পোশাক পরে তারা বইমেলাতে এসেছেন। কিনবেন কিছু বই। তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, বসন্ত-ফাল্গুনে ভালবাসা দিবস এক নতুন মাত্রা পেয়েছে। তাই একই রঙের পোশাকে মেলাতে এসেছি। মেলাতে ঘুরে-ফিরে দেখছি। কিছু বই কেনারও ইচ্ছে আছে।

একসঙ্গে মেলায় এসেছেন তিন বন্ধু মোস্তফা-ফারুক-রনি। এক রঙের হলুদ পাঞ্জাবী পড়ে এক স্টল থেকে অন্যস্টলে ঘুরছেন, নতুন কিছু বই কিনবেন। মোস্তফা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ভালবাসা দিবস কি প্রেমিক-প্রেমিকার মধ্যে? ভালবাসাকে আমরা সংকীর্ণ করতে চাই না। আমরা তিনজনই অনেক ভাল বন্ধু। পহেলা ফাল্গুন-বসন্ত উদযাপনে আমরা হলুদ পাঞ্জাবি পড়েছি। 

এদিকে বিক্রয়কর্মীরা বলছেন, আজ অনেক ভীড়, পাঠক-দর্শনার্থী অন্যান্য ছুটির দিনগুলোর মতই সমাগম হচ্ছে। নন্দিতা প্রকাশের আরিফুল ইসলাম  দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মেলাতে যত দিন সংখ্যা কমছে। বিক্রি বাড়ছে যেহেতু ফাল্গুন, সঙ্গে ভালবাসা দিবস বিক্রি তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে।

এছাড়া বেশ কয়েকটি স্টলের বিক্রয়কর্মী-প্রকাশকের সঙ্গে কথা হলে তারা  দৈনিক শিক্ষাডটকমকে জানান, ভালবাসা দিবস ও ফাল্গুন হওয়ায় বই বিক্রি বাড়ছে। কারণ আজ বই উপহার দেয়ার জন্যই পাঠক-দর্শনার্থীরা বেশি বই কিনছেন।

নতুন বই 

মেলার চর্তুদশ দিনে আজ নতুন বই এসেছে ৯৩টি। গত মঙ্গলবার এ সংখ্যা ছিল ১০৫টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৯৩টিতে। গল্প ১২টি, উপন্যাস ১০টি, প্রবন্ধ ২টি, কবিতা ৪৬টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ১টি, রচনাবলি ১টি, মুক্তিযুদ্ধ ১টি, নাটক ২টি, ইতিহাস ১টি, স্বাস্থ্য/চিকিৎসা ১টি, বঙ্গবন্ধু ১টি, ধর্মীয় ৪টি, অনুবাদ ৩টি সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৫টি বই নতুন এসেছে।

১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ - dainik shiksha ১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.019253969192505