বিদ্যালয়ের ঘর ভাঙচুর ও জমি দখলের ঘটনায় গ্রেফতার ১ - দৈনিকশিক্ষা

বিদ্যালয়ের ঘর ভাঙচুর ও জমি দখলের ঘটনায় গ্রেফতার ১

গোপালগঞ্জ প্রতিনিধি |

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়ায় স্কুলের জমি দখল ও টিনশেড ঘর ভাঙচুরের ঘটনায় মামলার আসামি শাওবান মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়টি। কিন্তু ক্ষমতার দাপটে ১৩ জুন শাওবান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্কুলের টিনশেড ঘর ভেঙে তছনছ করে। সেই সঙ্গে লুটপাট করে মূল্যবান গাছ, স্কুলের ফ্যান ও অন্যান্য সামগ্রী। বিদ্যালয়ের শিক্ষকসহ কমিটির লোকজন বাধা দিলে শাওবান সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের তাড়িয়ে দিয়ে ভাঙচুর চালায়।

প্রতিবাদে হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার শত শত নারী-পুরুষসহ বিদ্যালয়ের ছেলেমেয়েরা একত্রিত হয়ে শাওবানের বিচার দাবিতে বিক্ষোভ করেন। তারা জানান, তাদের বাপ-দাদারা ছেলেমেয়েদের পড়ালেখার কথা চিন্তা করে স্কুলের নামে জমি দিয়েছিলেন। এখন সে জমি দখলের পাঁয়তারা করছেন হামিদ মিয়া। আর তার ছেলে শাওবান ভেঙে দিচ্ছে স্কুল ঘর।

হাতিয়াড়া স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মৈত্র, ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস সঠিক বিচার ও স্কুলের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন যথাযথ কর্তৃপক্ষের কাছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও হাতিয়াড়া স্কুলের সাবেক সভাপতি মোক্তার হোসেন বলেন, কুখ্যাত রাজাকার আব্দুল হামিদের ছেলে শাওবান তার সন্ত্রাসী দোসরদের নিয়ে এলাকার নিরীহ জনগণের এবং বিদ্যালয়ের যে ক্ষতি করেছে তার কঠোর বিচার দাবি করছি।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

এই সঙ্গে শাওবানের সঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর, প্রাইমারির শিক্ষক মনিরুল ইসলামসহ আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

রোজায় স্কুল: শিক্ষার্থী উপস্থিতি কম, নজরদারিও ঢিলেঢালা - dainik shiksha রোজায় স্কুল: শিক্ষার্থী উপস্থিতি কম, নজরদারিও ঢিলেঢালা পেনশন প্রজ্ঞাপনে উদ্বিগ্ন ঢাবি উপাচার্য - dainik shiksha পেনশন প্রজ্ঞাপনে উদ্বিগ্ন ঢাবি উপাচার্য শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত ব্রাজিলে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - dainik shiksha ব্রাজিলে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিকের সমমান পেলো ‘হেট’ - dainik shiksha উচ্চ মাধ্যমিকের সমমান পেলো ‘হেট’ আটকের ১৩ দিন পরেও বরখাস্ত হননি অধ্যক্ষ - dainik shiksha আটকের ১৩ দিন পরেও বরখাস্ত হননি অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0036048889160156