বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্কলারশিপ দেয়া শুরু জুলাইয়ে, গাইডলাইন তৈরি হচ্ছে - দৈনিকশিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্কলারশিপ দেয়া শুরু জুলাইয়ে, গাইডলাইন তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক |

প্রয়োজনীয়তার নিরিখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের জুলাই মাস থেকে স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৃত্তি দেয়া শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্কলারশিপ প্রোগ্রাম চালু করার বিষয়ে একটি গাইডলাইন তৈরি করছে। এ প্রোগ্রাম চালুর জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। আর প্রোগ্রামের গাইডলাইন তৈরির জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে কমিশন। সোমবার এক ভার্চুয়াল সভায় এ ওয়ার্কিং টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

ইউজিসি জানিয়েছে, স্কলারশিপ প্রোগ্রাম চালু করার বিষয়ে গাইডলাইনের খসড়া তৈরি করতে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসিউরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামকে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়ার্কিং কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, রিসার্চ সাপোর্ট ও পাবলিকেশন বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এবং এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক। 

কমিশন আরও জানিয়েছে, ওয়ার্কিং কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ধারণাপত্রের খসড়া তৈরি করে সংশ্লিষ্ট কমিটির নিকট জমা দিতে বলা হয়েছে। সভায় চলতি বছরের জুলাই মাস থেকে স্কলারশীপ প্রোগ্রাম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

ইউজিসি সদস্য ও স্কলারশিপ প্রোগ্রাম চালু করার বিষয়ে গাইডলাইন তৈরি সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. আবু তাহের এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসিউরেন্স বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম ধারণাপত্র তৈরির বিষয়ে সভায় নিজেদের মতামত তুলে ধরেন। স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসিউরেন্স বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক সভা সঞ্চালনা করেন। 

সভায় বলা হয়, উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের সুযোগ ক্রমশ কমে আসছে। এ অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রয়োজনীয়তার নিরিখে স্কলারশিপ প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ইতোমধ্যে, ইউজিসি চেয়ারম্যান স্কলারশীপ প্রোগ্রাম চালু করতে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে দুই দফা ডিও লেটার দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে প্রোগ্রাম চালুর জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0035920143127441