বিশ্ববিদ্যালয়গুলো অনুমতি দিলেই এমবিবিএস প্রফেশনাল পরীক্ষা - দৈনিকশিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলো অনুমতি দিলেই এমবিবিএস প্রফেশনাল পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক |

করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া মেডিকেল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা আয়োজনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ। এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার অনুমতি পেলেই এমবিবিএস প্রফেশনাল পরীক্ষা আয়োজন করা হবে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজকের মিটিংয়ে আমরা সবাই পরীক্ষা নেয়ার ব্যাপারে একমত হয়েছি। খুব দ্রুতই সকল বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষা নেয়ার ব্যাপারে চিঠি দেয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলো অনুমতি দিয়ে দিলে পরীক্ষা হয়ে যাবে।’

কবে নাগাদ পরীক্ষা হতে পারে এমন প্রশ্নের জবাবে ঢামেক অধ্যক্ষ বলেন, ‘আমরা সকল বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেয়ার পর, তারা অনুমতি দিলেই আমরা পরীক্ষা নিয়ে নিবো। মাঝখানে সময়ের পার্থক্য হলো বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের চিঠি চালাচালির সময়টা। আমাদের ইচ্ছা যতো তাড়াতাড়ি পরীক্ষা নেয়া যায়। কিন্তু আমাদের তো অনেক বিদেশী ছাত্রছাত্রী রয়েছে। তাদেরকে তো আসতে হবে। তাই প্রক্রিয়াজনিত কারণে একটু সময় লাগবে।’

আবুল কালাম আজাদ বলেন, ‘এটা যদি শুধু মেডিকেল কলেজগুলোর পরীক্ষা হতো, তাহলে আমরা যেকোন সময়ে নিয়ে নিতে পারতাম। কিন্তু এখানে তো বিশ্ববিদ্যালয়গুলো সংযুক্ত, সুতরাং পরীক্ষা নিলে তাদেরকে নিয়েই নিতে হবে।’

এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম বলেন, ‘আজকের মিটিংয়ে সবাই পরীক্ষা নেয়ার ব্যাপারে একমত প্রকাশ করেছে। মিটিংয়ে আলোচনার সারসংক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের পরামর্শ ছিলো যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নোটিস দেয়ার জন্য, যেনো শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে।’

প্রথম কাদের পরীক্ষা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিটিংয়ে সাপ্লিমেন্টারি শিক্ষার্থীদের নিয়ে বেশি আলোচনা হয়েছে। তাদের ব্যাপারে সবাই ভাবছেন। আমারা আগেই পরামর্শ দিয়েছিলাম প্রথম তাদের পরীক্ষা নেয়ার জন্য। মিটিংয়ে আমার পরামর্শ ছিলো যেহেতু তাদের সংখ্যা কম তাই প্রথম তাদের পরীক্ষা নেয়া। তাদের ট্রায়াল দিয়ে এরপর নিয়মিত পরীক্ষা শুরু করা।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ বিভিন্ন মেডিকেলের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031998157501221