ব্যাংকের ভেতর থেকে শিক্ষিকার ৪০ হাজার টাকা ছিনতাই - দৈনিকশিক্ষা

ব্যাংকের ভেতর থেকে শিক্ষিকার ৪০ হাজার টাকা ছিনতাই

লালমনিরহাট প্রতিনিধি |

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যাংক থেকে টাকা তোলার পর নাজমা আক্তার নামে এক শিক্ষিকার ৪০ হাজার টাকা ব্যাংকের ভেতর থেকেই ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংক থেকে টাকা তোলার পর এক লোক তাকে টাকা গুনে নেয়ার পরামর্শ দিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেছেন বলে জানা গেছে। শিক্ষিকার অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে তাকে কোন সহযোগিতা করেনি। ব্যাংকের ভেতর কোন সিসিটিভি ক্যামেরাও ছিল না। 

শিক্ষিকা নাজমা আক্তার। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টার দিকে হাতীবান্ধা সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের কাছে এ ঘটনাটি ঘটেছে বলে শিক্ষিকা জানিয়েছেন। ভুক্তভোগী নাজমা আক্তার উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়া মঙ্গলপাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী এবং গোতামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

ছবি : সংগৃহীত

জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা সোনালী ব্যাংকে টাকা তুলেতে জন্য যান নাজমা আক্তার। ৪০ হাজার টাকা উত্তোলনও করেন। এ সময় পাশে দাড়িয়ে থাকা এক ব্যক্তি নাজমা আক্তারকে টাকাগুলো গুনে নিতে বলেন। উত্তরে নাজমা আক্তার বলেন, টাকা গুনতে হবে না। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যাক্তি তার হাত থেকে জোড় পূর্বক টাকা নিয়ে সটকে পড়েন। এতে বাকরুদ্ধ হয়ে পড়েন নাজমা। তিনি আর ওই লোককে দেখতে পাননি। জানা গেছে, অভিযুক্তের গায়ের রং শ্যামলা, মাথায় ছোট ছোট চুল, লম্বা গড়ন, নীল রংয়ের শার্ট এবং কালো জিন্স পরিহিত ছিল। 

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

শিক্ষিকা নাজমা আক্তার কান্না জড়িত কন্ঠে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি যখনই টাকা তুললাম, ‘তখনই ওই ব্যক্তি বললো টাকা গুনে নেন। আমি বললাম গুনতে হবে না। তারপর উনি আবার বললো ছেড়া আছে কিনা দেখেন। আমি তাতেও রাজি হয়নি। কিন্ত উনি জোড় করে টাকাটা হাত থেকে নিলেন এবং নিমিষেই চলে গেলে। আমি কিছুই বুঝে উঠতে পারি নাই। এ সময় আমি যে চিৎকার করবো সে শক্তিও হারিয়ে ফেলি।’ 

তিনি আরও জানান, ‘আমি দ্রুত ম্যানেজারের কাছে যাই, বিষয়টি জানাই। উনি কোন আগ্রহ দেখালেন না, উল্টো আমাকে রাগ দেখিয়ে ব্যাংক থেকে বের হয়ে যেতে বলেন।’

এ বিষয়ে হাতীবান্ধা সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান রাজু দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘ওই মহিলা নিজেই ওই লোককে টাকা দিয়েছে। এখানে আমাদের কোন করণীয় নেই।’

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

ব্যাংকের সিসি ক্যামেরা আছে কিনা-জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ব্যাংকে কোন সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার বলা হয়েছে। এখানো কোন ব্যবস্থা নেয়া হয়নি।’ 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘বিষয়টি জানা নেই। তবে কোন অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.003399133682251