ব্রুনাইয়ে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিকশিক্ষা

ব্রুনাইয়ে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

ব্রুনাইয়ে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স। বৃহস্পতিবার (৯ মে) রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের একটি হোটেলে এ অনুষ্ঠান হয়।

চেম্বার্স অব কমার্সের সভাপতি লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে ও এ.কে.এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত এবং দোয়া করেন হাফেজ হাবীব উল্লাহ হানিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লিয়াকত আলী সরকার বলেন, ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশি যেসব শিক্ষার্থী জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিই) ‌‘ও’ লেভেল এবং জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠান এবং তাদের পিতা-মাতা উভয়কেই গর্বিত করেছে। এ জন্য তাদের সবাইকে ধন্যবাদ। মেধাবী শিক্ষার্থীরা স্কুল-কলেজে এবং সমাজে অপরিসীম অবদান রাখায় তরুণ প্রতিভাদের স্বীকৃতি দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বেশি বেশি অধ্যয়ন করতে হবে। বেশি করে বই পড়া, খেলাধুলা করা, স্বেচ্ছাসেবক হিসেবে সমাজের মানবিক কাজে নিজেকে নিয়োজিত করা, বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

এ সময় এ ধরনের আয়োজনের জন্য বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, দি ইসলামিক রিপাবলিক অব ইরানের দূতালয় প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান ও প্রথম সচিব (শ্রম) এবং বাংলাদেশ থেকে আসা অতিথিগণ, রয়েল ব্রুনাই আর্মড ফোর্সেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এ অংশ গ্রহণরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ও প্রবাসী বাংলাদেশি, ব্রুনাইয়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, অভিভাবকরা।

তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা - dainik shiksha তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা জাল সনদেই সরকারকে হাইকোর্ট, নয় শিক্ষক অবশেষে ধরা - dainik shiksha জাল সনদেই সরকারকে হাইকোর্ট, নয় শিক্ষক অবশেষে ধরা মা*রা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি - dainik shiksha মা*রা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন মোখবার - dainik shiksha ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন মোখবার এমপিওভুক্ত হচ্ছেন ৩ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন ৩ হাজার শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041460990905762