মহামারি দীর্ঘায়িত হওয়া বৈশ্বিক ব্যর্থতার নজির : ডব্লিউএইচও - দৈনিকশিক্ষা

মহামারি দীর্ঘায়িত হওয়া বৈশ্বিক ব্যর্থতার নজির : ডব্লিউএইচও

দৈনিকশিক্ষা ডেস্ক |

বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মন্থর ও অদক্ষ ব্যবস্থাপনায় করোনা মহামারি দীর্ঘায়িত হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে উঠে এসেছে। সংস্থার পক্ষ থেকে এও বলা হয়েছে, মহামারি ব্যবস্থাপনায় সফল না হলে সামনে এমনও পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে প্রতি সপ্তাহে লাখো মানুষ করোনায় মারা যাবে।

ডব্লিউএইচওর একটি প্যানেলের তৈরি করা অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে উঠে এসেছে, করোনা নিয়ে ধারণাগত ভুল, পরিকল্পনায় ত্রুটি এবং পদক্ষেপ নিতে বিলম্ব কতটা ঝুঁকি তৈরি করেছে। এমনকি খোদ ডব্লিউএইচওর ভুল পদক্ষেপ কীভাবে মহামারির বিস্তার ঠেকানোর চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, কেড়ে নিয়েছে ২০ লাখের বেশি মানুষের প্রাণ, সে চিত্রও উঠে এসেছে।

মহামারি মোকাবিলার প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত এই স্বাধীন প্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, সামগ্রিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। মানুষের জন্য একটি সুরক্ষা বলয় তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে পারিনি। অনেক দেশে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী না পাওয়া এবং বড় পরিসরে কন্ট্যাক্ট ট্রেসিং করতে না পারার মতো ব্যর্থতাগুলো বছরজুড়ে চলা করোনা মহামারির শুরুর দিকেই স্পষ্ট হয়ে উঠেছিল।

ডব্লিউএইচওর প্যানেলের প্রতিবেদন বলছে, এই সংকট উত্তরণে নেতৃত্ব দেওয়ার, মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যাদের ওপর ছিল, বারবার তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ও লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের নেতৃত্বে গঠিত এই প্যানেল এখনও তাদের কাজ শেষ করেনি। তবে তাদের প্রাথমিক প্রতিবেদনের খসড়ায় এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, নতুন কোনো রোগের প্রাদুর্ভাবে সাড়া দেওয়ার কর্মপদ্ধতি নিয়ে বিশ্বকে নতুন করে ভাবতে হবে।

মহামারির সতর্কতা জারির ক্ষেত্রে শ্নথ গতি ও অস্পষ্টতা, প্রস্তুতির বিষয়ে দীর্ঘদিন ধরে তৈরি করা পরিকল্পনা সময়মতো বাস্তবায়ন করতে না পারা, সাড়া দেওয়ার ক্ষেত্রে অনেক দেশের সরকারে সমন্বয়ের অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি- এ রকম এক একটি ব্যর্থতা কী করে আরেকটি ব্যর্থতা ডেকে এনেছে, সেই বিবরণ তুলে ধরা হয়েছে এই খসড়ায়।

প্যানেল বলছে, জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। ২০১৯ সালের শেষে চীন থেকে করোনাভাইরাস ছড়াতে শুরু করার পর ডব্লিউএইচও আন্তর্জাতিক স্বাস্থ্য সতর্কতা জারি করার জন্য কেন ২০২০ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেছিল, তা বোধগম্য নয়।

কোনো একটি ভাইরাস যে মহামারির আকারে ছড়িয়ে পড়তে পারে, সেই সতর্কবার্তা দেওয়া হচ্ছিল বহু বছর ধরেই। সে রকম জরুরি পরিস্থিতির জন্য ডব্লিউএইচওকে প্রস্তুত করতে নানা রকম কমিটি, টাস্কফোর্স ও উচ্চ পর্যায়ের প্যানেল কাজ করলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

সপ্তাহে লাখো মানুষের মৃত্যুর আশঙ্কা :ডব্লিউএইচও আরও জানিয়েছে, করোনাভাইরাসে সপ্তাহে লাখো মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মাইকেল রায়ান এই আশঙ্কার কথা জানিয়েছেন। গত সোমবার জেনেভায় শুরু হয়েছে ডব্লিউএইচওর কার্যনির্বাহী বোর্ডের ১৪৮তম অধিবেশন। সেখানে দেওয়া বক্তব্যে মাইক রায়ান বলেন, নতুন করে ফের করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। গত সপ্তাহেই দুনিয়াজুড়ে প্রায় ৫০ লাখ মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৯৩ হাজার মানুষের। খুব শিগগিরই সপ্তাহে মৃতের সংখ্যা এক লাখে পৌঁছে যেতে পারে।

মঙ্গলবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস জানিয়েছে, এখন পর্যন্ত দুনিয়াজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ২০ লাখ ৪৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0050370693206787