মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বন্ধ ব্যাংককের ৪৫০ স্কুল - দৈনিকশিক্ষা

মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বন্ধ ব্যাংককের ৪৫০ স্কুল

দৈনিকশিক্ষা ডেস্ক |

মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪৫০ স্কুল বন্ধ করে দিতে হয়েছে। থাইল্যান্ডের রাজধানী শহরে এ ধরনের ঘটনা নজিরবিহীন। লোকজন হিমশিম খেলেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের নিঃস্পৃহ ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

দূষণ পরিস্থিতি মাথায় রেখে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন সরকারি ৪৩৭টি স্কুলকে ছুটি দিয়েছে। আপাতত শুক্রবার (২৪ জানুয়ারি) পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে। সেইসঙ্গে নগরের দেড় হাজার বর্গ কিলোমিটার এলাকাকে ‘নিয়ন্ত্রিত এলাকা’ বলেও ঘোষণা করা হয়েছে।

ব্যাংককের গভর্নর অশ্বিন কাওয়ানমুয়াং জানান, ৩ বা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি খারাপ থাকবে। তাই স্কুলগুলিকে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীরা স্কুলে না এলে, রাস্তাঘাট যানবাহন কম চলবে বলে তাঁর আশা।

দূষণ সংকট থেকে বেরিয়ে আসতে কৃত্রিম মেঘের মাধ্যমে বৃষ্টি নামানোর চেষ্টা চলছে। চিনা নববর্ষে লোকজনকে আতশবাজি পোড়াতেও নিষেধ করা হয়েছে। কিন্তু, ব্যাংককবাসী সরকারের এই নামমাত্র পদক্ষেপে একদমই খুশি নন। এই পরিস্থিতিতে বায়ু দূষণরোধী মাস্কের মজুত ফুরিয়ে যাওয়ায়, জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্বাধীন অনলাইন বায়ুর মানসূচক পর্যবেক্ষক এয়ার ভিজুয়াল জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ব্যাংককের বায়ু দূষণের মান অস্বাস্থ্যকর মাপকাঠির ১৭১ এ পৌঁছবে। অথচ এ মাসের মাঝামাঝি পর্যায়ে এই সূচক ছিল ১৫৬।

বায়ুর গুণমান মনিটর অনুযায়ী, ৩৫-এর উপর মাত্রা থাকলে, তা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। সেখানেই ব্যাংককে এই মাত্রা রয়েছে প্রতি ঘন মিটারে ৭৮ দশমিক ৩ পিজি।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0044000148773193