মানুষের হাড় থেকে তৈরি মা*দক ছড়িয়ে পড়েছে সিয়েরা লিওনে - দৈনিকশিক্ষা

মানুষের হাড় থেকে তৈরি মা*দক ছড়িয়ে পড়েছে সিয়েরা লিওনে

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : মানুষের হাড় থেকে তৈরি এক ধরনের মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। মাদকটির নাম ‘কুশ’। মাদকটির প্রকোপ এতটাই বেড়ে গেছে যে দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কুশ নামের এই মাদকের অন্যতম উপাদান মানুষের হাড়। সাধারণত কবরস্থান থেকে মানুষের হাড় চুরি করে মাদকব্যবসায়ীরা এ মাদক তৈরি করে থাকে। এ জন্য সম্প্রতি কবরস্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সিয়েরা লিওন সরকার।

অতিরিক্ত মাত্রায় কুশ সেবনের ফলে মানুষের হাত–পা ফুলে যায়। সিয়েরা লিওনের রাস্তায় রাস্তায় এসব মাদকসেবীদের ঝিমাতে দেখা যায়। একজন মাদকসেবী বিবিসিকে বলেন, কুশের আসক্তি থেকে বের হওয়া প্রায় অসাধ্য।

এ পর্যন্ত কতজন কুশ সেবনকারী মারা গেছেন তার প্রকৃত হিসাব নেই সিয়েরা লিওন সরকারের হাতে। তবে বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, গত কয়েক মাসে শত শত কুশ সেবনকারী ‘অর্গান ফেইলিওর’ হয়ে মারা গেছেন। আর কতজন যে মানসিক ভারসাম্য হারিয়েছেন, তার হিসাব নেই।

সিয়েরা লিওনের একমাত্র মানসিক হাসপাতাল জানিয়েছে, সেখানে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কুশে আসক্ত রোগীর সংখ্যা ৪ হাজার শতাংশ বেড়েছে। বর্তমানে হাসপাতালটিতে রোগীর সংখ্যা ১ হাজার ৮৬৫ জন।

গত বৃহস্পতিবার দেশটির জাতীয় টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বলেন, ‘আমাদের দেশ ভয়াবহ মাদক কুশের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির অস্তিত্বই হুমকির মুখে পড়েছে।’

কুশের অপব্যবহার ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিটি জেলায় কুশবিরোধী কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রগুলোতে কুশ আসক্ত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হবে। এ জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেয়া হবে।’

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.005389928817749