মেডিকেলে চান্স পেয়েও ভর্তি হতে পারছে না বাশার - দৈনিকশিক্ষা

মেডিকেলে চান্স পেয়েও ভর্তি হতে পারছে না বাশার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি |

সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পরেছে ডোমারের অস্বচ্ছল পরিবারের ছেলে আবুল বাশারের। ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ১ হাজার ৫১১তম হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। 

আবুল বাশার। ছবি : সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়ে ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৮৫ নম্বর। মেধার জোরে সব বাধা জয় করে মেডিকেলে পড়ার সুযোগ পেলেও আর্থিক দুশ্চিন্তায় গোটা পরিবার।

আরও পড়ুন : দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

আবুল বাশার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের মো. মাহাবুল ইসলামের ছেলে। তিন ভাইবোনের মধ্যে আবুল বাশার সবার বড়। আবুল বাশারের বাবা একজন বর্গাচাষী। অন্যের জমি চাষাবাদের পাশাপাশি বাইরে গিয়েও কাজ করে সন্তানের লেখাপড়ার ও পরিবারের জীবিকা নির্বাহ করেন। তবে, গত দেড় বছর করোনা কারণে বাইরে গিয়ে কাজ করতে না পারায় অর্থকষ্টে দিন কাটছে মাহাবুল ইসলামের। ছেলে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে এই খুশির সংবাদ পেলেও তার মুখে হাসির বদলে চোখে বইছে হতাশার অশ্রু।  

মাহাবুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার সামান্য কিছু জমির ও এলাকার মানুষের জমি বর্গা নিয়ে চাষাবাদের পাশাপাশি ঢাকায় গিয়ে কাজ করে সন্তানদের লেখাপাড়ার খরচ চালাই। তবে করোনার সময়ে বাইরে যেতে না পারায় এবং অর্থকষ্ট থাকায় সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পরেছে।

 দৈনিক শিক্ষা পরিবারের নতুন সদস্য ‘দৈনিক আমাদের বার্তা’

তিনি আরও বলেন, ছেলেটাকে ঠিকভাবে লেখাপড়ার খরচ দিতে পারিনি। এসএসসি তে সে তার ফুফুর বাসায় চিলাহাটিতে থেকে লেখাপড়া করে চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়। এর পর সে রংপুর সরকারি কলেজে ভর্তির সুযোগ পেলে আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় রংপুরে সে লেখাপড়া চালিয়ে যায়। এইচএসসিতে সে জিপিএ-৫ পেয়েছিল। নিজের ইচ্ছাশক্তি, আগ্রহ ও কঠোর পরিশ্রম করে লেখাপড়া চালিয়ে গেছে সে। মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও ভর্তির জন্য অনেক টাকা দরকার। এতটাকা কিভাবে জোগাড় করবো তা ভেবে কুলকিনারা খুঁজে পাচ্ছিনা। এ বিষয়ে আর্থিক সহযোগিতার জন্য ডোমার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানিয়েছি। ইউএনও শাহিনা শবনম আশ্বস্ত করেছেন সহযোগিতা করবেন। 

আবুল বাশার দৈনিক শিক্ষাডটকমকে জানান, সবার সহযোগীতায় মেডিকেলে পড়ার সুযোগ পেয়ে ডাক্তার হতে পারলে অসহায় পরিবারের ছেলে-মেয়ে লেখাপড়ার দায়িত্ব নিয়ে তাদের পাশে থাকবো।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0054049491882324