রাবি ভর্তি পরীক্ষা স্থগিত, জানে না ভর্তি কমিটি - দৈনিকশিক্ষা

রাবি ভর্তি পরীক্ষা স্থগিত, জানে না ভর্তি কমিটি

নিজস্ব প্রতিবেদক |

করোনাভাইরাসের উদ্ভুদ পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তবে ভর্তি পরীক্ষা কমিটির সভা ও ডিনদের মৌখিক অনুমতি ছাড়া উপাচার্যের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এছাড়া কয়েকটি অনুষদের ডিন গণমাধ্যমে ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে জানলেও বিশ্ববিদ্যালয়ের কোনো চিঠিতে আগে থেকে জানতে পারেননি বলে জানিয়েছেন।

সংলিশ্লষ্টরা বলছেন, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন ও একাডেমিক কাউন্সিলের সিনিয়র অধ্যাপকদের সমন্বয়ে দুটি কমিটি আছে। যারা পরীক্ষার তারিখ নির্ধারণ থেকে শুরু করে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে মতামত দেন। কোনো সিদ্ধান্ত গ্রহণ অথবা পরিবর্তন করতে হলে অবশ্যই তাদের সঙ্গে সভা অথবা সম্মতির প্রয়োজন পড়ে। কিন্তু রুটিন উপাচার্য এমন কিছু না করে নিজেই বিষয়টির সিদ্ধান্ত নিয়েছেন। রুটিন দায়িত্বের মধ্যে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পড়ে কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অধ্যাপকরা।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’
 
জানা যায়, চলতি বছরের গত জুন মাসে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ হয় আগস্টে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউন শুরু হলে পরীক্ষা গ্রহণ সম্ভব নয় বলে জানান অধ্যাপক সুলতান-উল-ইসলাম।  

বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভর্তি পরীক্ষা গ্রহণ। এ সংক্রান্ত কমিটি পরীক্ষার তারিখ নির্দিষ্টকরণসহ নানা দায়িত্ব পালন করেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের পরিবর্তন নিয়ে আসতে হলে অবশ্যই সে কমিটিকে জানিয়ে ও সম্মতিতে করতে হবে। কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য কাউকে না জানিয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা স্থগিত করেছেন। এটি কোনো রুটিন উপাচার্যের দায়িত্বের মধ্যে পরে কিনা জানা নেই।  

ভর্তি পরীক্ষা মূল কমিটির এক সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন সিদ্ধান্তের জন্য দুটি কমিটি আছে। একটি মূল কমিটি যেখানে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ প্রাশসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন অনুষদের ডিনগণ থাকেন। অন্য একটি উপ-কমিটি যেখানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সভাপতি ও সিনিয়র অধ্যাপকরা থাকেন। ভর্তি পরীক্ষার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ অথবা পরিবর্তনের জন্য সভা করা সম্ভব না হলেও মৌখিক সম্মতির প্রয়োজন হয়। তাদের সম্মতি ছাড়া উপাচার্য নিজে একা এমন সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি ভালো কিছু হয় না।   

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, করোনা সংক্রমণরোধে লকডাউনে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তাই রুটিন উপাচার্য নির্বাহী আদেশে এটিকে স্থগিত করেছেন। তবে লকডাউন পরবর্তী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হলে ভর্তি পরীক্ষা কমিটির মাধ্যমে নতুন তারিখ জানানো হবে।  

রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি থাকায় নিবার্হী আদেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হলেই কমিটির সঙ্গে সভা করে নতুন পরীক্ষা গ্রহণের তারিখ জানানো হবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্ট, ২০২১ তারিখের ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হলো। পরবর্তীতে ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানা গেছে, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবার ১৪, ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটি পিছিয়ে  ১৬, ১৭ ও ১৮ আগস্ট নির্ধারণ করা হয়। এদিকে, করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় দ্বিতীয়বারের মতো এই ভর্তি পরীক্ষাও নিতে পারছেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0058789253234863