রাবিতে পরিবহন সেবা বন্ধ থাকলেও ফি দিতে হচ্ছে শিক্ষার্থীদের - দৈনিকশিক্ষা

রাবিতে পরিবহন সেবা বন্ধ থাকলেও ফি দিতে হচ্ছে শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক |
করোনার শুরু থেকে বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে বন্ধ রয়েছে পরিবহন সেবাও। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা না নিলেও এ বাবদ ফি দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
 
গত এক বছরে পরিবহন থেকে বিশ্ববিদ্যালয়টির আয় হবে কোটি টাকার বেশি। তবে সেটি ফেরত দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতর। এতে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
 
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা গেছে, পরিবহন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছরে ৩৬০ টাকা করে ফি নেয়া হয়। এই হিসাবে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থীর থেকে বছরে আয় হবে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।
 
ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শুধু পরিবহন নয়, আবাসিক হলের ভাড়াও নিচ্ছে প্রশাসন। যেহেতু আমরা সেবা নিইনি সে কারণে অন্যায়ভাবে ফি চাপিয়ে না দিয়ে প্রশাসন এই ফি মওকুফ করতে পারতো।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে সব ফি মওকুফের দাবি জানান তিনি।
 
বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এফ এম আলী হায়দার জানান, ২০০৯ সালে তৎকালীন প্রশাসন শিক্ষক কর্মকর্তা, কর্মচারীদের জন্য পরিবহন ব্যবহার না করলেও ফি দেয়া বাধ্যতামূলক করে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে তা ছিল না।
 
করোনার কারণে এই সেবা না নিলেও ফি মওকুফের ব্যাপারে জানতে চাইলে পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক মোকছিদুল হক বলেন, ‘ফি মওকুফের বিষয়টি পরিবহন দফতরের এখতিয়ারে নেই। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে।’
 
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক আফসার আলী বলেন, ‘সেবা না নিলেও শিক্ষক থেকে কর্মচারীদের ফিগুলো পরিশোধ করতে হবে। পরিবহন বাবদ আয় হওয়া অর্থগুলো ফেরত দেয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের আয় হিসেবেই এটি দেখানো হবে।’
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0039129257202148