রাবির ভর্তি পরীক্ষা : কঠোর নিরাপত্তায় থাকবে পুলিশ - দৈনিকশিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা : কঠোর নিরাপত্তায় থাকবে পুলিশ

রাজশাহী প্রতিনিধি |

আগামীকাল সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০–২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এই কয়েক দিন বিশ্ববিদ্যালয়সহ নগরজুড়ে কঠোর নিরাপত্তা দেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 

আজ রোববার সকালে এ উপলক্ষে প্রস্তুতি সভাও করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস মাঠে এক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। নগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি ভর্তি পরীক্ষা ঘিরে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পুলিশ কমিশনার বলেন, প্রত্যেক পুলিশ সদস্য ভদ্রতা ও শালীনতা বজায় রেখে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ব্যাগ ও দেহ তল্লাশি করবেন। সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে অত্যন্ত ধৈর্য্য ও সহিষ্ণুতা এবং দৃঢ়তার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য সব পুলিশ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।

এবার ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এজন্য কোনো ভর্তিচ্ছুক শিক্ষার্থী যেন গুজবে কান না দেন এবং প্রতারিত না হন, সেজন্য সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পুলিশ কমিশনার ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, কোনো ধরনের প্রলোভনে কান দেবেন না। নগর পুলিশের বিশেষ টিমসহ গোয়েন্দা সদস্যরা গোপনে সব জায়গায় বিচরণ করছেন। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটসহ বিশেষ টিম গুজব রটনাকারী ও ভুয়া প্রশ্নপত্রের সন্ধানে কাজ করছে। ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারক চক্র আপনাকে বিপদে ফেলতে পারে—এমন সংবাদ বা প্রশ্নপত্র ফাঁসের কথা গোচরীভূত হলে গোপনে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

নগর পুলিশ জানিয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় রাজশাহী নগর পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনা মূল্যে বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য পুলিশ কন্ট্রোল রুম ও রাবি কর্তৃপক্ষ ভবন নির্দেশনা ব্যানার, সিট প্ল্যান ইত্যাদি চোখে পড়ার মতো জায়গায় প্রদর্শিত করবে। শিক্ষার্থীরা সেখান থেকে সহায়তা নিতে পারবেন।

পরীক্ষার দিনসমূহে ট্রাফিক ব্যবস্থায় বাড়তি জনবল থাকবে। ট্রাফিক পুলিশের নির্দেশনায় রাবির ভেতরে জনস্বার্থে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। পর্যাপ্ত পুলিশ (সাদাপোশাকসহ) থাকবে, পুলিশের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সদস্য কাজ করবেন।

পরীক্ষার হলে ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। প্রতিটি হলে অথবা ভবনে সন্দেহজনক শিক্ষার্থীদের কঠোর পুলিশ চেকিংয়ের ভেতর দিয়ে যেতে হবে। পরীক্ষা চলাকালে ৩ থেকে ৭ অক্টোব ২০২১ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং আশপাশ এলাকার সব কম্পিউটার ও ফটোকপি দোকানসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের মসজিদকেন্দ্রিক অবস্থানকে নিরুৎসাহিত করা হয়েছে।

যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে এবং পুলিশকে তথ্য দিতে যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম নম্বর ০১৩২০-০৬৩৯৯৮, ওসি (মতিহার) ০১৩২০-০৬১৬২৩, এসি (মতিহার) ০১৩২০-০৬১৫৯৭, এডিসি (মতিহার) ০১৩২০-০৬১৫৮১ এবং ডিসি (মতিহার), ০১৩২০-০৬১৫৮০।

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান, উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনসহ আরও অনেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা এবার শুরু হচ্ছে ৪ অক্টোবর। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। প্রথম দিন সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারে ভর্তি পরীক্ষা শুরু হবে।

উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.0063900947570801