রোববার হতে পারে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল - দৈনিকশিক্ষা

রোববার হতে পারে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক |

আগামী রোববার (১২ সেপ্টেম্বর) ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। আজ শুক্রবার সারাদেশ থেকে ভর্তি পরীক্ষার ওএমআর শিট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। এরপর ফল তৈরির কাজ শুরু হবে। 

জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে নানা কারণে এবার খুব বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ওএমআর শিট সংগ্রহের পর এগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি টিমের কাছে পাঠানো হবে। তারা সফটওয়্যারের মাধ্যমে সয়ংক্রিয়ভাবে ফল তৈরি করবেন। আগামীকাল শনিবারের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এরপর রোববার ফল প্রকাশ করতে পারে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, আমরা এখন ওএমআর শিট সংগ্রহ করছি। আশা করছি আজ রাতের মধ্যেই সব কেন্দ্র থেকে ওএমআর শিট এসে পৌঁছাবে। এরপর ফল তৈরির কাজ শুরু হবে।

কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট করে কোনো তারিখ জানাতে পারছি না। 

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীসহ সারাদেশের নির্ধারিত ভেন্যুগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টার পর কোনো শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড/প্রবেশপত্র নিয়েই কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0041570663452148