শতভাগ ঈদ উৎসব ভাতা না দেয়ায় শিক্ষকদের ক্ষোভ - দৈনিকশিক্ষা

শতভাগ ঈদ উৎসব ভাতা না দেয়ায় শিক্ষকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতনের শতভাগ উৎসব ভাতা বাবদ পেলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পান। আর কর্মচারীদের ক্ষেত্রে উৎসব ভাতা বেতনের ৫০ শতাংশ বা অর্ধেক। গত ১৭ বছর ধরে এ নিয়মেই উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে শতভাগ উৎসব ভাতা পাওয়ার দাবি জানালেও তা আলোর মুখ দেখেনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষেও এমপিওভুক্ত শিক্ষকদের ২৫ শতাংশ ও কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এমপিও শিক্ষকরা। একইসাথে আবারও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবি জানিয়েছেন।

শনিবার (১৭ জুলাই) রাজধানীর শনিবার মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) একংশের সভায় শতাভাগ উৎসব ভাতা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। একইসাথে মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। 

সমিতির একাংশের সভাপতি মো. নজরুল ইসলাম রনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদুল আজহার আগে ২৫ শতাংশে পরিবর্তে শতভাগ ঈদ উৎসব ভাতা না দেয়ায় উপস্থিত শিক্ষকরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। 

তারা বলেন, করোনার এ দুঃসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানের ভাতা ও সম্মানী না পেয়ে চরম অর্থসংকটে আছেন।এই দুঃসময়ে অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি দিতে পারছেন না। শিক্ষক ও অভিভাবকরা বর্তমান সময়ে চরম অর্থসংকটে দিন যাপন করছেন। 

সভায় উপস্থিত শিক্ষকরা মুজিবশতবর্ষেই শিক্ষাব্যবস্থা সরকারিকরণ করে এক যুগান্তকারী সিদ্ধান্ত দিয়ে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের মানসপটে চিরস্মরণীয় হয়ে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর আহ্বান করেন। 

নেতারা বলেন, সর্বোপরি করোনা মহামারিতে দেশের অধিকাংশ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের কথা বিবেচনা করে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ এখন সময়ের দাবী। আর তা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই হবে বলে আশা করেন শিক্ষক নেতারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি অনিল চক্রবর্তী, মো. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল খান ও তানিয়া আক্তার, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ঝর্না বিশ্বাস, অর্থ সম্পাদক মো. শামছুল হক তরফদার, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ. শাহজাহান আলীসহ অনেকে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0063378810882568