শিক্ষক নিবন্ধনের ফল কবে - দৈনিকশিক্ষা

শিক্ষক নিবন্ধনের ফল কবে

দৈনিকশিক্ষাডটকম, রুম্মান তূর্য |

দৈনিকশিক্ষাডটকম, রুম্মান তূর্য : সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল ‘শিগগিরই’ প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা জানিয়েছেন, চলতি ডিসেম্বর মাসের শেষে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও ছুটি ও নির্বাচনী প্রশিক্ষণের কারণে তা সম্ভব হচ্ছে। আগামী জানুয়ারি মাসের শুরুতে ফল প্রকাশ করা হতে পারে। 

এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৬ হাজার প্রার্থীর দীর্ঘ দুই মাস ধরে চলা ভাইভা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। ভাইভায় অংশ নেয়া প্রার্থীরা শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের সঙ্গে যোগাযোগ করে ফল প্রকাশের বিষয়ে জানতে চাচ্ছেন।

এ বিষয়ে দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে জানতে চাওয়া হলে এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, ভাইভা শেষ হলো। কিছু কাজ এখন করতে হবে। শিগগিরই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। 

এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমাদের পরিকল্পনা ছিলো ডিসেম্বরেই ফল প্রকাশ করার। কিন্তু, বৃহস্পতিবার ভাইভা শেষ হওয়ার পর থেকে বেশ কয়েকদিন ছুটি। ২২ ও ২৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি। ২৯, ৩০ ডিসেম্বরও সাপ্তাহিক ছুটি। আবার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণও আছে। আশা করছি জানুয়ারির শুরুতে ফল প্রকাশ করা যাবে। আমরা ফল প্রসেসে কারিগরি সহায়তা দেয়া প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে আলোচনা করে ফল প্রকাশের দিন তারিখ চূড়ান্ত করবো।

জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ২৬ হাজার প্রার্থী। তাদের বেশিরভাগই ভাইভায় অংশ নিয়েছেন। লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ের ১৯ হাজার ৯৫ জন, স্কুল পর্যায়-২ এ ২ হাজার ১০১ জন ও কলেজ পর্যায়ে ৫ হাজার ৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

২০২০ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। সে বছর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির থাবায় তা সম্ভব হয়নি। পরে ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0034708976745605