শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড় শুরু - দৈনিকশিক্ষা

শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড় শুরু

নিজস্ব প্রতিবেদক |

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে তোড়জোড় শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আইন মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে মতামত এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিন।

তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেছেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে মতামত চাওয়া হয়েছিল তা এসেছে। কিছু বিষয়ে আদালতের নির্দেশনা আছে। বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

কবে নাগাদ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে জানতে চাইলে চেয়ারম্যান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবো। আদালতের কিছু আদেশ নির্দেশনা আছে। আদালতের আদেশ নির্দেশনাগুলোর প্রেক্ষিতে কিভাবে কোন জটিলতা ছাড়া গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করা যায় তার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আদালতের নির্দেশনাগুলো নিয়ে আলোচনার পর আগামী সপ্তাহে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা করছি।

কতগুলো পদে প্রেক্ষিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানতে চাইলে অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে জানান, ৫৭ হাজারের কিছু বেশি অফিসিয়াল শূন্যপদের তথ্য এনটিআরসিএর কাছে আছে। এসব পদের মধ্যে থেকে ১ হাজার ২৮৪টি পদে আগের নিয়োগের ভুক্তভোগীদের নিয়োগ সুপারিশ করা হয়েছে। সে হিসেবে ৫৬ হাজারের মত শূন্যপদে নিয়োগ সুপারিশের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  

জানা গেছে, বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে ১৩তম নিবন্ধনধারীরা রিট মামলা করেছিলেন। রিটকার ২ হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে আদালতের নির্দেশনাও আছে। এছাড়া যাদের বয়স ৩৫ বছর হয়ে গেছে তাদের আবেদনের সুযোগের বিষয়ে আদালতের নির্দেশনা আছে। এসব নির্দেশনার প্রেক্ষিতে কিভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যায় তা নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন এনটিআরসিএর কর্মকর্তারা। 

এনটিআরসিএর কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, নিয়োগ সুপারিশ পেয়ে কেউ যাতে জটিলতায় না পড়ে সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করেতে আদালতের নির্দেশনাগুলো নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে দু-একদিনের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি প্রার্থীরা। তাদের দাবি, অনেকের বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাচ্ছে। তাই, গণবিজ্ঞপ্তি প্রকাশে দেরি হলে তারা আবেদনের সুযোগ পাবেন না। তাই দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন তারা। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0063109397888184