শিক্ষাদানের সঙ্গে শিক্ষকদের সামাজিক কাজে আরও দায়িত্ববান হতে হবে : শিক্ষাসচিব - দৈনিকশিক্ষা

শিক্ষাদানের সঙ্গে শিক্ষকদের সামাজিক কাজে আরও দায়িত্ববান হতে হবে : শিক্ষাসচিব

যশোর প্রতিনিধি |

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন বলেছেন, করোনার সময়ে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূরণ করতে শিক্ষকদের পাঠদানে মনোযোগী হওয়ার পাশাপাশি সচেতন হতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে। নিজের সন্তানের মত শিক্ষার্থীদের যত্ন নিতে হবে। শিক্ষাদানের সঙ্গে শিক্ষকদের সামাজিক কাজে আরও দায়িত্ববান হতে হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) যশোর সার্কিট হাউজে জেলার স্কুল, কলেজের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সচিব আরও বলেন, বাল্যবিয়েরোধে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী করতে হবে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করতে হবে। সব সময় উৎফুল্ল রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে আনন্দময় করতে হবে। 

সভায় সচিব বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়মিত স্কুল কলেজে আসার প্রতি অনেক শিক্ষার্থীর আগ্রহ কমে গেছে। আগ্রহ বাড়ানোর জন্য স্পেশ্যাল কেয়ার নিতে হবে। আগের মত অভ্যাসে পরিণিত করতে হবে। 

বক্তব্য রাখছেন শিক্ষাসচিব। ছবি : যশোর প্রতিনিধি

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তজিমুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুদ্দৌলাহ, যশোর এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস এম আব্দুল খালেক, জেলা শিক্ষা অফিসার কে এম গোলাম আযম, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানাসহ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0056929588317871