শিক্ষকের বাড়িঘর ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের দাবি - দৈনিকশিক্ষা

শিক্ষকের বাড়িঘর ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক |

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এক প্রধান শিক্ষকের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) দাড়িয়াপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেনের বাড়িঘর ভাঙচুর করা হয়। প্রধান শিক্ষকের অভিযোগ, ঘরবাড়ি ভাঙচুর করেছে একই এলাকার আবুল কালাম, মনির হোসেন, কবির হোসেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদ। বুধবার (২৮ এপ্রিল) দৈনিক শিক্ষাডটকমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান পরিষদের নেতারা। 

আরও পড়ুন : দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

ছবি : সংগৃহীত

পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বিজ্ঞপ্তিতে সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফিরোজ হোসেনের ঘর, বাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ।

দৈনিক শিক্ষা পরিবারের নতুন সদস্য ‘দৈনিক আমাদের বার্তা’

বিবৃতিতে তিনি আরও বলেন, ফিরোজ হোসেন গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার একজন নেতৃস্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও তিনি বন্ধবন্ধু প্রাথমিক শিক্ষক গবেষণা পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কালিয়াকৈর উপজেলার আহ্বায়ক। তার ঘরবাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও চিত্র সংরক্ষণ করা আছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার দাড়িয়াপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন পৈতৃক সূত্রে মালিক হয়ে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করেন। ওই জমির মালিকানা দাবি করে মঙ্গলবার সকালে একই এলাকার আবুল কালাম ও মনির হোসেনের নেতৃত্বে একদল লোক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ৫টি ঘর ভাংচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই প্রধান শিক্ষকের লোকজন হামলা ভাঙচুরে বাধা দিলে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। খবর পেয়ে ভুক্তভোগী শিক্ষক ফিরোজ হোসেন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত শিক্ষকের অভিযোগ পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে শান্ত করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.013148069381714