শিক্ষা প্রকল্পে চুরি: শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ওএসডি - দৈনিকশিক্ষা

শিক্ষা প্রকল্পে চুরি: শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক |

সম্মানীর নামে সরকারি টাকা আত্মসাৎ করায় আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর খানকে বদলি করা হয়েছে। প্রেষণ প্রত্যাহার করে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সম্প্রতি প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর খানের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন স্বাক্ষরে সম্মানী বাবদ সাড়ে তিন মাসে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে  মো. আব্দুস সবুর খানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে। 

সারা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৩১ হাজার ৩৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন ও মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনার জন্য ৬ লাখ  শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে ২০১৬ খ্রিষ্টাব্দে ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন’ প্রকল্প হাতে নেয়া হয়। এতে বরাদ্দ ছিল ১ হাজার ৩৫৩ কোটি টাকা। প্রথমে ৪ বছর মেয়াদে শুরু হলেও পরে অন্যান্য প্রকল্পের সঙ্গে এ প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।  যদিও প্রকল্পের কাজ হয়েছে মাত্র ৮ শতাংশ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এটি বাস্তবায়ন করছে। আগামী জুনে শেষ হচ্ছে প্রকল্পের বর্ধিত মেয়াদ।

বেহাল দশার এ প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখতে সম্প্রতি তদন্ত করা হয়। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) প্রকল্পটির দুর্নীতি তদন্ত করেছে।

তদন্তে উঠে এসেছে দুর্নীতির চিত্র।  প্রকল্পের পরিচালক (পিডি) মো. আব্দুস সবুর খান বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত না হয়েও প্রোগ্রাম পরিচালক হিসেবে ভিন্ন ভিন্ন স্বাক্ষরে সাড়ে তিন মাসে প্রায় ১৭ লাখ টাকা সম্মানী নিয়েছেন। প্রকল্প সংশ্লিষ্ট আরও অনেকেই এভাবে সম্মানীর নামে সরকারি টাকা আত্মসাৎ করেছেন।

ক্রয়প্রক্রিয়া শুরুর আগেই পৌনে ১ কোটি টাকার প্রশিক্ষণসামগ্রী গ্রহণ করা হয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। কোনো প্রকার দরপত্র বা ক্রয়বিধি ছাড়াই সোয়া ২ কোটি টাকা ব্যয় করা হয়েছে। নিয়ম ভেঙে ব্যয় করা হয়েছে আরও প্রায় ২১ লাখ টাকা।

জানা গেছে, বর্তমান প্রকল্প পরিচালকের যোগ দেয়ার আগে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের উপকরণ কেনাকাটার জন্য দরপত্রের কাজও শেষ হয়েছিল। কিন্তু অনিয়মের অভিযোগ ওঠায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে উপকরণ কেনাকাটা বন্ধ করা হয়। এ নিয়ে একটি মামলাও চলছে। তখন তৎকালীন প্রকল্প পরিচালককে সরিয়ে দেয়া হয়েছিল। এরপর বর্তমান প্রকল্প পরিচালক আবদুস সবুর খানের নেতৃত্বাধীন প্রশাসন মূল কাজ কিছুই করতে পারেননি। অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অবশেষে তাকে ওএসডি করা হল। 

৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে প্রেষণ প্রত্যাহার করে  মো. আব্দুস সবুর খানকে ওএসডি করা হয়েছে। একই সাথে উপপরিচালক ড. মোহাম্মদ জাকির হোসনকে প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.017170190811157