শিক্ষার্থীদের জন্য জাবিতে টিকা কেন্দ্র - দৈনিকশিক্ষা

শিক্ষার্থীদের জন্য জাবিতে টিকা কেন্দ্র

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। একইসাথে সোমবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সকাল দশটায় আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম টিকা কেন্দ্র উদ্বোধন।

টিকা কেন্দ্র উদ্বোধনের পর শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে স্থাপিত টিকা কেন্দ্র আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের সময়ও এখানে টিকা কেন্দ্র পুনরায় স্থাপন করা হবে। 

টিকা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, শিক্ষার্থীদের টিকা পাওয়া সহজলভ্যতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে টিকা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টিকা কার্যক্রম শুরু করার আগে তিনি বলেন, সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে। মহামারি করোনা মোকাবলোয় সকল জনসাধারণকে টিকার আওতায় নিয়ে আসছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের প্রত্যেককে টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদেরকেও জন্ম নিবন্ধনের সনদপত্র দিয়ে টিকা দেওয়া হচ্ছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেন, ঢাকার সিভিল সার্জন মইনুল আহসান, ইপিআই শাখার পরিচালক ডা. মো. শামসুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0051357746124268