সংশয় নিয়েই জুলাই থেকে শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু - দৈনিকশিক্ষা

সংশয় নিয়েই জুলাই থেকে শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক |

নানা ধরনের সংশয় নিয়েই টিকার বর্তমান মজুদ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামী জুলাই মাস থেকেই চীনের সিনোফার্মের টিকা শিক্ষার্থীদের দেওয়া হবে। প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তবে তাঁদের টিকা নিতে প্রয়োজন হবে না প্রচলিত রেজিস্ট্রেশনের। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও আবাসিক হলে থাকার প্রমাণপত্র দেখালেই টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। টিকার পরবর্তী চালান এলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় ৫০টি। এর মধ্যে শিক্ষা কার্যক্রম চালু আছে ৪৬টির। তবে তিনটি অ্যাফিলাইটিং ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ কিছু বিশ্ববিদ্যালয় বাদে মোট ৩৮ বিশ্ববিদ্যালয়ের ২২০টি আবাসিক হলের এক লাখ তিন হাজার ১৫২ জন শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রসহ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ ছাড়া টিকা নেননি এমন চার হাজার ১৩৯ জন শিক্ষক ও আট হাজার ৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর তথ্যও পাঠানো হয়েছে, যাঁরা প্রথম ধাপে টিকা পাবেন। এর বাইরে আবাসিক হলে থাকা আরো প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আছেন, যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই। তাঁরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়েই টিকা নিতে পারবেন। মোট এক লাখ ৩১ হাজার আবাসিক শিক্ষার্থীকে প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে।

ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘আমরা দেড় মাস আগেই আবাসিক শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি। প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখছি। অচিরেই শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে আমাদের জানানো হয়েছে।’

সূত্র জানায়, বর্তমানে মেডিক্যাল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলছে। আগামী মাসের প্রথমার্ধে তাঁদের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম  শেষ দিকে থাকবে। এর পরই টিকার বর্তমান মজুদ থেকেই অগ্রাধিকার ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে। চীনের সিনোফার্মের টিকা শিক্ষার্থীদের দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এমন তথ্যই জানানো হয়েছে।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

তবে শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন, ইউরোপ, আমেরিকাসহ বেশ কিছু দেশে এখনো সিনোফার্মের টিকা অনুমোদন পায়নি। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষাসহ নানা কাজে বিদেশে যান। সে ক্ষেত্রে তাঁদের ভিসা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে। ফলে বিদেশে যেতে ইচ্ছুক, এমন অনেকেই টিকা নিয়ে সংশয়ে রয়েছেন।

জানা যায়, শিক্ষার্থীদের চীনের টিকা দেওয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যেও আলোচনা হয়েছে, তবে টিকার অন্য কোনো বিকল্প না থাকায় সেই আলোচনা বেশি দূর গড়ায়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, দেখা হবে টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না আর টিকা প্রদানের সার্টিফিকেট আছে কি না। ফলে সিনোফার্মের টিকা নিয়েও শিক্ষার্থীদের বিদেশে যেতে সমস্যায় পড়তে হবে না।

দেশে উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থী ৩৯ লাখ। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজেই পড়ালেখা করেন ২৭ লাখ শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাদে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র পৌনে চার লাখ। এর মধ্যে প্রথম ধাপে আবাসিক এক লাখ ৩০ হাজার শিক্ষার্থী এবং পরের ধাপে বাকি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর বেসরকারি ১০৭ বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। যেহেতু এখনো টিকার খুব একটা সহজলভ্যতা নেই তাই জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভাবা হয়নি। অথচ সরকারি কলেজসহ বড় বড় বেসরকারি কলেজেও লাখ লাখ শিক্ষার্থী কলেজ হোস্টেলে থেকে লেখাপড়া করেন।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো তালিকায় দেখা গেছে, সবচেয়ে বেশি আবাসিক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ২৫ হাজার ২৪৫ জন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯ হাজার ১৩০ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আট হাজার ৬৩০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার একজন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৬৬৯ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চার হাজার ৫০০ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৯৮৭ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৯০ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৫৫৩ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮৪৫ জন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৬৫৩ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ২১৪ জন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ২৮ জন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৫১৯ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪১৩ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ২২২ জন। অন্য বেশির ভাগ বিশ্ববিদ্যালয়েই আবাসিক শিক্ষার্থী এক হাজারের নিচে রয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমীন  বলেন, ‘শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যাপারে আমাদের জায়গা থেকে যা যা করণীয় সেগুলোর কাজ চলছে। আশা করা যায়, জুলাই থেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে টিকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।’

মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0063049793243408