সরকারি আদেশ অমান্য করে কামিল মাদরাসায় ক্লাস চলছে - দৈনিকশিক্ষা

সরকারি আদেশ অমান্য করে কামিল মাদরাসায় ক্লাস চলছে

চট্টগ্রাম প্রতিনিধি |

সরকারি আদেশ অমান্য করে মহামারি করোনা ভাইরাসের মধ্যে ক্লাস চালু করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদরাসার একাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইলের একক সিদ্ধান্তে ক্লাস শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।  

গত ৩০ জানুয়ারি অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ক্লাস শুরুর কথা জানানো হয়।  

নোটিশে জানানো হয়- এতদ্বারা আল আমিন বারীয়া কামিল মাদরাসার সম্মানিত শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ ফেব্রুয়ারি সোমবার পূর্ব রুটিন অনুযায়ী সকাল ৯টা থেকে ইবতেদায়ী শিশু থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ প্রস্তুতিমূলক ক্লাস শুরু হবে। পরিচালকদের কাছ থেকে রুটিন যথাসময়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো।inside-ad-1[

নগরের চান্দগাঁও এলাকায় অবস্থিত আল আমিন বারীয়া কামিল মাদরাসায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। ১ ফেব্রুয়ারি থেকে তাদের সবাইকে একসঙ্গে মাদরাসায় এনে ক্লাস নেওয়া হচ্ছে।

মাদরাসাটিতে অধ্যয়নরত সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাংলানিউজকে বলেন, করোনার কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলেও আমাদের মাদরাসায় ক্লাস হচ্ছে। গাদাগাদি করে প্রতিদিন ক্লাস করতে হচ্ছে।

দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা বলেন, যেহেতু সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার তারমধ্যে এভাবে একগুয়েমি সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল না মাদরাসা কর্তৃপক্ষের। আমাদেরও দ্বিধা হচ্ছে সন্তানকে নিয়ে।  

তিনি বলেন, সে ঠিকমতো ক্লাস করতে যেতে চাচ্ছে না। কিন্তু মাদরাসা কর্তৃপক্ষ ক্লাস না করলে জরিমানা, রেজাল্ট খারাপ আসার কথা জানানোতে আমরা বাধ্য হয়ে সন্তানকে মাদরাসায় পাঠাচ্ছি। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ।

মাদরাসার একজন শিক্ষক বলেন, অধ্যক্ষ সরকারি নির্দেশ অমান্য করে ক্লাস শুরু করেছেন। তিনি কোনো শিক্ষকের পরামর্শ নেননি। আমরা কয়েকজন শিক্ষক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অধ্যক্ষ সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব পালন করতে বলেন। দায়িত্ব পালন না করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদরাসায় গিয়ে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে। তবে অনেক শিক্ষার্থীর মুখে মাস্ক ছিল না। পাশাপাশি মাস্ক ছাড়া ঘোরাফেরা করতে দেখা গেছে মাদরাসায় আসা অনেক অভিভাবককেও।  

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামশেদ খোন্দকার বাং বলেন করোনা ভাইরাসের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালু করলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। এরপর থেকে কয়েক দফা বাড়িয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0073390007019043