সরকারি কর্মকর্তাদের অপরাধপ্রবণতা বেড়েছে : জনপ্রশাসন সচিব - দৈনিকশিক্ষা

সরকারি কর্মকর্তাদের অপরাধপ্রবণতা বেড়েছে : জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক |

সরকারি কর্মকর্তাদের অপরাধপ্রবণতা বেড়েছে বলে স্বীকার করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি জানান, কর্মকর্তাদের অপরাধপ্রবণতা এত পরিমাণে এখন বেশি যে প্রতিদিন তিন-চারটি করে বিভাগীয় মোকদ্দমা শুনতে হয় এবং বিভাগীয় মোকদ্দমায় অনেকের শাস্তি হচ্ছে। একে খুবই দুর্ভাগ্যজনক বলেও আখ্যায়িত করেন তিনি। সম্প্রতি ঢাকায় এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন জনপ্রশাসন সচিব।

অনেকে মাঠ পর্যায়ের অপরাধ থেকে নিজেকে বাঁচাতে ঢাকায় থাকার তদবিরও করছেন। তাদের এসব কর্মকাণ্ডকে পীড়াদায়ক ও বিব্রতকর বলেও আখ্যা দেন তিনি। একইসাথে বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তার অদক্ষতার কথা তুলে ধরেন। কোনও কাজ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা পোস্ট দেওয়া নিয়ে সহকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তা। 

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সেই সভায় বিশেষ অতিথির বক্তব্যে শেখ ইউসুফ হারুন বলেন, ‘আমি হঠাৎ দেখলাম যে, পেকুয়ার ইউএনও তার ওইখানকার একটা ঘটনা নিয়ে টেলিভিশনে কথা বললেন। অথচ ওই ঘটনার সঙ্গে ইউএনও’র কোনও বিন্দুমাত্র সম্পর্ক নাই। ওই বিষয়ে যখন তাকে  প্রশ্ন করা হয়, তিনি জবাব দিতে পারলেন না। এই অনুষ্ঠান দেখে আমি লজ্জিত হয়েছি। আমার একজন ইউএনও টেলিভিশনে গেলো, কিন্তু প্রশ্নের জবাব দিতে পারলেন না।’

জনপ্রশাসন সচিব বলেন, ‘‘বদলি হওয়ার জন্য এবং ঠেকানোর জন্য যখন তদবির করা হয়, তখন বিব্রত হই। একজনের কাছে জানতে চাইলাম, ঢাকায় কেন বদলি হতে চান। তখন তিনি জানালেন, ‘আমি তো ওই ব্যাচের সভাপতি। আমার ব্যাচের অনেক কাজকর্ম করতে হয়। এজন্য তার ঢাকা আসা প্রয়োজন।’ আরেকজন কর্মকর্তা ফেসবুকে পোস্ট দেন— ‘অমুক ব্যাচের কর্মকর্তা তো এতদিন এসিল্যান্ড ছিলেন। আমরা কেন এক বছর পর এসিল্যান্ড থেকে প্রত্যাহার হবো।’ কারণ, তার খাওয়াটি কম হয়েছে। এক বছরে খাওয়া হয়নি। আরও যদি দুই বছর খেতে পারতেন তাহলে উনার পেটটি ভরতো।’’

কোনও কাজ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা পোস্ট দেওয়া নিয়েও সহকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বলেন, ‘ভূমি অফিস পরিদর্শন করলাম, এটি ফেসবুকে দেওয়ার কী হলো। এমন একটি ভাব ইউনিয়ন ভূমি অফিস কেবল তিনি পরিদর্শন করেছেন। তার আগে কোনও কর্মকর্তা জীবনে কোনোদিন এটা পরিদর্শন করেননি।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0068349838256836