সরকারি স্কুলের জমি বিক্রি করে দিলেন সভাপতি - দৈনিকশিক্ষা

সরকারি স্কুলের জমি বিক্রি করে দিলেন সভাপতি

ভোলা প্রতিনিধি |

ভোলার চরফ্যাশন উপজেলার ২নং হাসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মফিজল হকের বিরুদ্ধে জমি দখল করে দোকান ভিটা তৈরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে।

ছবি : সংগৃহীত

বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টরা জাানান, স্থানীয় মফিজল ও তার ভাই আবুল কালাম পাটওয়ারী ১৭৭৫ সনে এসএ ৩২ খতিয়ানের ৮৫৬ দাগের ৫০ শতাংশ জমি হাসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দান করেন। পরবর্তী মাঠ জরিপে ওই জমি বিদ্যালয়ের নামে দখল দেখানো হয়। কিন্ত জরিপকারীদের ম্যানেজ করে দাতারা এই জমিকে বাগান দেখিয়ে দিয়ারা ও প্রিন্ট খতিয়ানে এস এ রেকর্ড অনুযায়ী নিজেদের নামের রেকর্ড বহাল রাখেন। এই রেকর্ড জালিয়াতির মাধ্যমে জমি দখল ও বিক্রির পথ তৈরি করা হয়।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

যার পথধরে দাতা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মফিজল হক ওই জমি দোকান ভিটা আকারে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন। ইতিমধ্যে স্থানীয় জুলফিকার, মো. ফরিদ ও লিটনসহ ৪ জনের কাছে ৪টি ভিটা বিক্রি করা হয়েছে। ক্রেতারা ওই জমিতে দোকান ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি মফিজল হকের বোন রিজিয়া বেগমও রেকর্ডসূত্রে ওই জমিকে পৈত্রিক জমি দাবি করে নিজেও একটি দোকান ঘর উত্তোলন করেছেন। ফলে বিদ্যালয়ের খেলার মাঠসহ শিশুদের লেখাপড়ার সার্বিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৈয়বা বেগম জানান, বিদ্যালয়ের জমি বেদখলে যাচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে গত ২৮ অক্টোবর ওই জমির মালিকানা ইস্যুতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই শুনানিকালে মফিজুল হক জমি পরিমাপ করে বিদ্যালয়কে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও দখল এবং বিক্রির প্রক্রিয়া অব্যহত রাখেন। ফলে ৪৬ বছর দখলে থাকা বিদ্যালয়ের জমি বেদখল হয়ে যাচ্ছে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

অভিযুক্ত ম্যানিজিং কমিটির সভাপতি মফিজল হক বিদ্যালয়ের জমি দখল করে ভিটা বিক্রির বিষয় অস্বীকার করে বলেন, ওই বিদ্যালয়ে জমি দাতা আমি এবং আমার অপর ভাই। আমরা ৫০ শতাংশ জমি বিদ্যালয়ে দান করেছি। বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণ কাজ চলমান আছে। আর আমাদের রাস্তা সংলগ্ন অপর জমিতে আমার দোকান ঘর নির্মাণ করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী জানান, এ বিষয়ে সম্প্রতি সময়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ের জমি দখল কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0072751045227051