সরকারিকৃত শিক্ষকদের কর্মসূচি বাতিলে শাহেদের নতুন কৌশল - দৈনিকশিক্ষা

সরকারিকৃত শিক্ষকদের কর্মসূচি বাতিলে শাহেদের নতুন কৌশল

এনামুল হক প্রিন্স |

আসন্ন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে নিজের ভরাডুবি ঠেকাতে অপকৌশলের আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে সভাপতি পদের একজন বিতর্কিত প্রার্থীর বিরুদ্ধে। গত ১২ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এবং ঢাকা শিক্ষাবোর্ডে চাকরিকালীন যাবতীয় অপকর্ম ঢাকতে মরিয়া  এই সভাপতি প্রার্থী। নোয়াখালীর লোক তিনি। 

জানা যায়, নিজেদের অ্যাডহক নিয়োগের দাবিতে শুক্রবার (১১ মার্চ) কর্মসূচি ঘোষণা করেছেন সরকারিকৃত কলেজ শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল দশটায় পৃথক ব্যানারে দুটি সংগঠনের  এই কর্মসূচি পালন করার কথা। একই স্থানে একই দিনে মাধ্যমিক প্রধান শিক্ষকদেরও ভিন্ন দাবিতে কর্মসূচি করার কথা। কিন্তু গতকাল ৯ মার্চ বরগুনা থেকে ঢাকায় আগত সরকারিকৃত দুইজন কলেজ শিক্ষক সমিতির নেতাকে ফোন করেন

কারিগরি শিক্ষক সমিতির নেতা ও কল্যাণট্রাস্টের টাকা লুটপাটে অভিযুক্ত একজন স্বঘোষিত অধ্যক্ষ। সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কাছে সর্বাধিক ঘৃণিত এই কারিগরি শিক্ষক নেতাও বৃহত্তর কুমিল্লা অঞ্চলের। এই বিতর্কিত কারিগরি শিক্ষক নেতার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা তদন্ত চলমান। তদন্ত ঠেকাতে ও নিজেকে একমাত্র আওয়ামী লীগপন্থী নেতা হিসেবে প্রমাণ করতে গত কয়েকমাস ধরে নানা লোক দেখানো কর্মসূচি দিয়ে চলছেন তিনি। মূলত নিজের বিরুদ্ধে মন্ত্রণালয়ের তদন্ত ঠেকাতেই তিনি এসব কসরত করছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বিতর্কিত সভাপতি পদপ্রার্থী এই স্বঘোষিত কারিগরি নেতাকে ব্যবহার করছেন মর্মে দৈনিক আমাদের বার্তার কাছে অভিযোগ করছেন সরকারিকৃত কলেজ শিক্ষকরা।  

দুপুরে একজন শিক্ষক বলেন, আগে বহুবার শিক্ষা সচিবদের সঙ্গে বৈঠক হয়েছে আমাদের, সবাই আশ্বাস দিয়েছেন কাজ হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে কয়েকজন অতিরিক্ত ও যুগ্ম-সচিব ছেলেভোলানো কথা বলেছেন, সচিব নয় সচিবের পিএস সরকারিকৃত শিক্ষকদের সঙ্গে বসেছেন, এটা লজ্জার। শুক্রবার আমাদের কর্মসূচি বাতিল করলে আমরা ‘মীর জাফর’ হয়ে যাবো। আর কোনোদিন কোনো কর্মসূচির ডাক দিলে কাউকে পাওয়া যাবে না। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক নেতা আমাদের বার্তাকে বলেন, ‘বিতর্কিত ও ঘৃণিত একজন কারিগরি শিক্ষক নেতা আমাদের একজন নেতাকে ফোন দিয়ে বলেন শুক্রবারের কর্মসূচি না করলে হয় না? হঠাৎ একজন উপসচিবের কথাও বললেন। বরিশাল অঞ্চলের একজন আওয়ামী লীগ নেতার ভাই অন্য মন্ত্রণালয়ের সেই উপসচিব আমাদের  নেতাকে বললেন শুক্রবারের কর্মসূচি বাতিল করতে। এ বিষয়ে আমাদেরকে বসিয়ে দেবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নব নিযুক্ত সচিব মো. আবু বকর ছিদ্দীকের সঙ্গে। তিনি আশ্বাস দেবেন শিগগিরই সমস্যার সমাধান হবে।’ 

‘হঠাৎ এমন কথা শুনে আমরা অবাক’, যোগ করেন তিনি। গত দশ বছরে কত সচিব গেলেন আসলেন আমাদের ভোগান্তি কমলো না, হতাশা কমলো না,’ বলেন তিনি  

অপর এক নেতা বৃহস্পতিবার সকালে বলেন, কল্যাণট্রাস্টের একজন দুর্নীতিবাজ নেতা যার বিরুদ্ধে মন্ত্রণালয়ের তদন্ত চলমান তিনি সকালে ফোন দিয়ে বলেন শুক্রবারের কমসূচি বাতিল করতে। তিনি আরো বলেন, শিক্ষাব্যতীত অপর এক মন্ত্রণালয়ের একজন উপসচিব আমাকে ফোন দিয়ে বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে কথা বলিয়ে দেবেন। এটা কি করে হয়?’ 

 

তিনি বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির গুলিবিদ্ধ ও বিতর্কিত সভাপতি পদপ্রার্থী নিজের অপকর্ম ঢাকতে শিক্ষা মন্ত্রণালয়ের বড় কর্তাদের নাম ব্যবহার করছেন। এটা কি করে হয়? 

সরকারিকৃত কলেজের এই শিক্ষক নেতা বলেন, একটি অখ্যাত কলেজের বেদরকারি অধ্যক্ষ রতনও এই বিতর্কিত সভাপতির পক্ষে কাজ করছেন।  শুক্রবার মাধ্যমিক শিক্ষকদের কর্মসূচি থাকলেও তা বাতিল করার  কথা নেই। শুধু আমাদেরটা বন্ধ করাতে চান কেন? 

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা বলেন, ‘ওই উপসচিবকে ভুল বুঝিয়ে অপব্যবহার করা হয়েছিলো। শিক্ষা ক্যাডার সমিতির নির্বাচনে এমপিওভুক্ত ও শিক্ষার্থীবিহীন কারিগরি শিক্ষক ও কল্যাণট্রাস্টের বিতর্কিত নেতাকে ব্যবহার খুবই খারাপ নজির। সেই উপসচিব আর কোনো সরকারিকৃত কলেজ শিক্ষককে ফোন দেবেন না মর্মে দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেন শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা।  

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.007194995880127