সার্জেন্টকে পেটানো মামলার আসামি গ্রেফতার - দৈনিকশিক্ষা

সার্জেন্টকে পেটানো মামলার আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি |

রাজশাহীতে তল্লাশিচৌকিতে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগে করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে জেলা পুলিশের সহায়তায় নাটোর সদরের মাদ্রাসা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম বেলাল হোসেন (২৬)। তিনি নগরের রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার শামসুল হকের ছেলে। বেলালকে ধরতে রাজপাড়া থানাসহ নগরের সব কটি থানা একসঙ্গে কাজ করেছে। এ ছাড়া নগর পুলিশের একটি কেন্দ্রীয় বিশেষ টিমও কাজ করছে বলে জানিয়েছিল পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে মারধরের শিকার সার্জেন্ট বিপুল ভট্টাচার্য বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় মামলা করেন।

বেলাল হোসেনকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি সংবাদ সম্মেলনে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করব, তিনি কেন এত উত্তেজিত হলেন? হামলাকারীর মোটরসাইকেলের বিআরটিএর কাগজপত্র আপডেট ছিল না। তাই তিনি কাগজপত্র সার্জেন্টকে দেখাবেন না। পরে বিআরটিএ অফিস থেকে আমরা কাগজপত্র তুলে বিষয়টি জানতে পারি।’ তিনি আরও বলেন, ‘ঘটনার পর বেলাল কোথায় গিয়েছিলেন, কার কাছে ছিলেন, সব তদন্ত করে দেখা হচ্ছে। যাঁরা বেলালকে আশ্রয় দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আগামী ২৬ মার্চের আগেই ৫০০ সিসি ক্যামেরা বসানো হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে নগরের রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঐতিহ্য চত্বরে মোড়ে সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে জখম করেন বেলাল। পরে আহত অবস্থায় বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর বাঁ হাত ভেঙে গেছে বলে চিকিৎসকের বরাতে পুলিশ নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা-নিরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২)। এ সময় তিনি মোটরসাইকেল আরোহী যুবককে থামিয়ে তাঁর মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে প্রথমে বিপুলের সঙ্গে ওই যুবকের কথা-কাটাকাটি হয়। পরে একপর্যায়ে ওই যুবক সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালান। জনসমাগম হওয়ার আগেই ওই যুবক বিপুলকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে জখম করে মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ গিয়ে আহত সার্জেন্টকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, হেলমেট না পরায় সার্জেন্ট ওই যুবককে থামান। পরে হেলমেট না থাকায় এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে শুরু করলে আচমকা চেলাকাঠ নিয়ে এসে তাঁর ওপর হামলা করেন বেলাল হোসেন।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0066390037536621