সুপার ফ্রাইডেতে ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নিল মার্কিন দূতাবাস - দৈনিকশিক্ষা

সুপার ফ্রাইডেতে ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নিল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকারের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রগামী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করল যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল সুপার ফ্রাইডে নামে এক বিশেষ কর্মদিবসে অনভিবাসী শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারী প্রায় ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এই আয়োজন একটি প্রচারণা কার্যক্রমের অংশ, যেন দূতাবাস এ ধরনের ভিসার চাহিদা মেটাতে পারে।

যুক্তরাষ্ট্র দূতাবাস আগামী শুক্রবার (২৯ জুলাই) আরেকটি সুপার ফ্রাইডে আয়োজনের পরিকল্পনা করেছে। দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষা বিনিময় ও শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হলেও, যুক্তরাষ্ট্র দূতাবাস নিয়মিত কনস্যুলার সেবা চালু করেছে। শরৎকালীন সেমিস্টারের আগেই যত বেশি সম্ভব শিক্ষার্থীর জন্য সাক্ষাৎকারের সুযোগ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে।

এই বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে, নির্ধারিত কিছু শুক্রবার শুধু শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার জেনারেল উইলিয়াম ডাওয়ারস বলেন, ‘যুক্তরাষ্ট্রে অধ্যয়ন যে একটি অনন্য সুযোগ এনে দেয়, তা আমরা স্বীকার করি। আমরা শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকারকে অগ্রাধিকার দিচ্ছি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এখনো উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ২০০টিরও বেশি দেশ থেকে ৯ লাখ ১৪ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছে। আমেরিকার ক্রমবর্ধমান আন্তর্জাতিক অংশীদারিত্ব বজায় রাখতে এবং সবাই মিলে বর্তমান ও ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের আমেরিকান সহপাঠীদের সঙ্গে সংযোগ গড়ে তোলেন।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে সাড়ে ৮ হাজারে দাঁড়িয়েছে। ২০২১ সালে ইনস্টিটিউট

অব ইন্টারন্যাশনাল এডুকেশন ওপেন ডোরস রিপোর্ট অনুযায়ী, বর্তমানে গোটা বিশ্ব থেকে আমেরিকায় শিক্ষার্থী প্রেরণে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ১৪তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১৭তম স্থান থেকে তিন ধাপ এগিয়েছে।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0035500526428223