সোনারগাঁওয়ে এনসিসি ব্যাংকের নতুন উপশাখার যাত্রা শুরু - দৈনিকশিক্ষা

সোনারগাঁওয়ে এনসিসি ব্যাংকের নতুন উপশাখার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক |

নারায়ণগঞ্জে এনসিসি ব্যাংকের সোনারগাঁও উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে উপশাখাটির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. আবদুল আউয়াল এবং পরিচালক ও সাবেক ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার। 

অন্যানের মধ্যে মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুদ মিজান, যাত্রাবাড়ী শাখার ব্যবস্থাপক মো. জামাল উদ্দীন, হেড অব পিআর এন্ড ব্রান্ড ম্যানেজমেন্ট মো. আনোয়ার হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ব্যাংকিং সেক্টর। দারিদ্র বিমোচন, আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংকিং সেক্টরের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে এনসিসি ব্যাংক এর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবী মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান। 

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির ভার্চুয়াল মাধ্যমে দেয়া বক্তব্যে বলেন, বিশ্বায়নের এ যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঈসা খাঁ ও বারো ভূঁইয়ার ইতিহাস খচিত, ব্যবসা-বাণিজ্যে অগ্রণী সোনারগাঁও এ উন্নত প্রযুক্তির আধুনিক সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে উপশাখাটি কার্যক্রম শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, সোনারগাঁও উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ অবকাঠামো উন্নয়নে  উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0080790519714355