স্কুলে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেয়ার অনুরোধ বাফুফে সভাপতির - দৈনিকশিক্ষা

স্কুলে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেয়ার অনুরোধ বাফুফে সভাপতির

নিজস্ব প্রতিবেদক |

খেলোয়াড় তৈরি হয় স্কুল থেকে। কিন্তু, বর্তমানে সে সংখ্যা নিতান্তই কম। তাই প্রতিটি স্কুলে আবারও ক্রীড়া শিক্ষক নিয়োগের সংস্কৃতি ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। তার দাবি, এ বছর থেকে নতুন করে স্কুল ফুটবল নিয়ে উদ্যোগী হয়েছে ফেডারেশন। স্কুল ফুটবলের ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল।

পেশাদার লিগ মাঠে রাখতে পারাটাকে নিজেদের অনেক বড় সাফল্য হিসেবে দেখে কাজী সালাহউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে কমিটি। কিন্তু, প্রতিযোগিতামূলক অনেক আসর নিয়েই ফেডারেশনের উদাসীনতা স্পষ্ট। গেল এক যুগে মোটে ৬ বার স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন যেন তারই প্রমাণ।

এ বছর শুরুতে জেলা পর্যায়ে স্কুল ফুটবল আসর শুরু করে ফেডারেশন। সেখানেও বাধা। করোনার কারণে খেলা হয় স্থগিত। তবে, নানা বাধা-বিপত্তি পেরিয়ে শেষ হয়েছে আসরটি। আর তাতেই সাফল্যের হাসি সালাহউদ্দিনের ঠোঁটে। 

তিনি বলেন, খেলোয়াড় তৈরি হয় স্কুল থেকে। আজকাল দেখছি, স্কুলে গেম টিচার নাই। আমি আশা করব ভবিষ্যতে শিক্ষা মন্ত্রণালয় নজর দিবে, যেন বাচ্চাদের পড়ালেখার সাথে খেলাধুলার একটি জায়গা থাকে।

দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার তেমন কোনো কার্যক্রম নেই। আগ্রহ হারিয়েছে স্কুল কর্তৃপক্ষও। তবে, এসব দিকে নজর না দিলে, ফিফা-এএফসি সহায়তা বন্ধ করবে, এমন পরিবেশ তৈরি হওয়ার পরই যেনো কিছুটা তৎপর বাফুফে।

স্কুল ফুটবলের ফাইনাল মাঠে বসে দেখেছেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। জাতীয় দলের হেডকোচ জেমি ডে'কেও এ কার্যক্রমে রাখতে আগ্রহী ছিলেন কাজী সালাহউদ্দিন।

পল্টন আউটার স্টেডিয়ামে ফাইনাল খেলায় ছাগলনাইয়া পাইলট হাইস্কুল ফেনীকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। আসরের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন রানার্স আপ দলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর। ফাইনালের সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের হাসান হাওলাদার। চ্যাম্পিয়ন দলকে এক লাখ ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ - dainik shiksha বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি please click here to view dainikshiksha website Execution time: 0.00325608253479