স্বাধীনতা বিসিএস শিক্ষা সংসদের অসন্তুষ্টি দূর করা হবে: শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

স্বাধীনতা বিসিএস শিক্ষা সংসদের অসন্তুষ্টি দূর করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ সদস্যরা কিছু পেশাগত প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছিলেন। শিক্ষা সদস্যদের এ সংগঠনটির সদস্যদের মধ্যে কিছু অসন্তুষ্টিও ছিল, ইতিমধ্যে যা দূর করার কাজ শুরু হয়েছে। স্বাধীনতা বিসিএস সাধারণ  শিক্ষা সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এ কথা বলেন। সোমবার (২৭ মে) ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ইফতারে বক্তৃা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধাপক ড. মো. গোলাম ফারুক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকারসহ শিক্ষা প্রশাসনের প্রায় হাজারখানেক কর্মকর্তা।  

গত কয়েক মাসে স্বাধীনতা সংসদের নেতারা কর্মক্ষেত্রে তাদের কিছু প্রতিবন্ধকতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। সেই প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা শুনে খুশি হবেন যে, আপনাদের অসন্তুষ্টি দূর করার উদ্যোগ নিয়েছি।

এ সময় স্বাধীনতা সংসদের সব নেতা-কর্মী করতালি দিয়ে মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান। 

মন্ত্রী বলেন, শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন পুরোদমে চলছে। 

শিক্ষা সংসদের উদ্দেশে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘ছাত্রজীবনে আপনাদের একটি রাজনৈতিক পরিচয় ছিল যা আমরা অবগত আছি। প্রধানমন্ত্রীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ইশতেহার বাস্তবায়নের আপনাদের সাহায্য চাই। আপনাদেরও যে কোনো সমস্যায় আমাদেরকে পাবেন। 

মানসম্মত শিক্ষা বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিসিএস শিক্ষা সংসদের করণীয় বিষয়ে প্রবন্ধ তৈরি করে মন্ত্রীকে দেখান সংসদের সদস্য-সচিব সৈয়দ জাফর আলী ও যুগ্ম-আহ্বায়ক বিপুল চন্দ্র সরকার। যা দেখে মন্ত্রী উচ্ছ্বসিত প্রশংসা করেন।   

স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আহ্বায়ক অধ্যাপক মো. নাসির উদ্দিন সমাপনী বক্তব্য রাখেন। ঢাকার বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।   

উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.00376296043396