হবিগঞ্জের ছয় বিদ্যালয়ে ১১৬ শিক্ষকের পদ শূন্য - দৈনিকশিক্ষা

হবিগঞ্জের ছয় বিদ্যালয়ে ১১৬ শিক্ষকের পদ শূন্য

হবিগঞ্জ প্রতিনিধি |

হবিগঞ্জের ছয়টি সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ১১৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উল্লেখিত স্কুলগুলোতে প্রধান শিক্ষক নেই। ঐ স্কুলগুলোর মোট ২০৪টি শিক্ষক পদের মধ্যে ১১৬টিই শূন্য থাকায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন। গত মাসের শেষের দিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটে পাঠানো শূন্য পদের তালিকা থেকে শিক্ষকসংকটের এই চিত্র পাওয়া গেছে।

১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সৃষ্ট পদের সংখ্যা ৫২। সিনিয়র ও সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন ২৬ জন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন শেখ আলফাজ উদ্দিন। দুই জন সহকারী প্রধান শিক্ষকের স্থলে আছেন এক জন। সিনিয়র শিক্ষকের ২৪টি পদে কর্মরত আছেন ১৪ জন। বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট হিসেবে দেখা যায় বাংলায় ছয়, ইংরেজিতে দুই, গণিতে দুই, সামজিক বিজ্ঞানে দুই, ধর্মে এক, ভৌতবিজ্ঞানে (ফিজিক্স ও কেমেস্ট্রি) দুই, জীববিজ্ঞানে তিন, শারীরিক শিক্ষায় এক জনের পদ শূন্য রয়েছে। ভূগোল, চারুকলা ও কৃষি বিষয়ে কোনো শিক্ষকই নেই।  

হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক, দুটি সহকারী প্রধান শিক্ষকসহ মোট ৫২টি পদের মধ্যে ২৩টি শূন্য। এর মধ্যে ২৪ জন সিনিয়র শিক্ষকের মধ্যে ১৬ জন কর্মরত আছেন। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলেও দুই শিফটে মোট ১ হাজার ৮৯১ জন ছাত্রী রয়েছে। বাংলায় আট জন, ভুগোলে দুই জন, গার্হস্থ্যবিজ্ঞানে এক জন শিক্ষক থাকার কথা থাকলেও এক জনও নেই। ইংরেজিতে দুটি, গণিতে একটি, সামাজিক বিজ্ঞানে দুটি, ভৌত বিজ্ঞানে একটি, ব্যবসায় শিক্ষায় দুটি, শারীরিক শিক্ষায় একটি শিক্ষক পদ শূন্য আছে। বানিয়াচং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৫ জন শিক্ষকের স্থলে কর্মরত আছেন মাত্র তিন জন। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আনজব আলী। বাংলা, গণিত, ইসলাম ধর্মে একজন করে শিক্ষক রয়েছেন। ইংরেজি, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভূগোল, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা, চারুকলা বিভাগে সব শিক্ষকের পদ শূন্য। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে প্রায় ৬০০ ছাত্রী রয়েছে।

১৮৯৬ সালে একই উপজেলায় প্রতিষ্ঠিত এলআর সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ২৫টি শিক্ষকের পদে ১৯টি শূন্য রয়েছে। ইংরেজিতে তিনটি, গণিতে দুটি, সামাজিক বিজ্ঞানে একটি, ইসলাম ধর্ম শিক্ষায় একটি পদ খালি রয়েছে। বাংলা, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, ভূগোল ও চারুকলা বিভাগে এক জন শিক্ষকও নেই। চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চবিদ্যালয়েও প্রধান শিক্ষক নেই। ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে মোট ২৫ জন শিক্ষক থাকার কথা, আছেন ১০ জন। ১৩টি সিনিয়র শিক্ষক পদের মধ্যে সাতটি খালি। বাংলায় দুই জন, ইংরেজিতে দুই জন, গণিতে দুই জন, সামাজিক বিজ্ঞানে এক জন, ধর্মে এক জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভূগোল, চারুকলা, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি বিষয়ে এক জন শিক্ষকও নেই। মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ২৫টি শিক্ষকের পদে ১১টি পদ খালি রয়েছে। কৃষি, ধর্ম ও চারুকলা বিভাগে কোনো শিক্ষক নেই। ১৮৩২ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে শিক্ষার্থী প্রায় ৬০০।

জানতে চাইলে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন বলেন, শিক্ষকসংকটের কারণে পাঠদান বিঘ্নিত হচ্ছে। কোনো শিক্ষক বদলি হলে পদ পূরণ বিলম্বিত হওয়ায় এই শূন্যতা সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, স্কুলগুলোতে শিক্ষকসংকটের ব্যাপারে শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ সম্পর্কে অধিদপ্তর থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অচিরেই স্কুলগুলোতে শূন্য পদগুলো পূরণ করা হবে।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0041589736938477