৯৫ অধ্যক্ষের পদ তৃতীয় গ্রেডে উন্নীত - দৈনিকশিক্ষা

৯৫ অধ্যক্ষের পদ তৃতীয় গ্রেডে উন্নীত

নিজস্ব প্রতিবেদক |

৯৫ জন সরকারি কলেজের অধ্যক্ষের পদকে চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। ইতিপূর্বে শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না। 

রোববার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি চতুর্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে তৃতীয় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজগুলোর মধ্যে অর্নাস এবং অনার্স-মার্স্টাস কলেজের বিভাগীয় প্রধানের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনতে ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজসহ মোট ৯৫টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে।

বিভাগীয় শহরের যেসব কলেজগুলোর অধ্যক্ষদের পদগুলোর তৃতীয় গ্রেডে উন্নীত হয়েছে তার মধ্যে আছে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, চট্টগ্রামের চট্টগ্রাম কলেজ, সিলেটের এমসি কলেজ, রাজশাহীর রাজশাহী কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, খুলনার সরকারি বিএল কলেজ, বরিশালার সরকারি বিএম কলেজ। 

এ তালিকায় থাকা অন্য কলেজগুলোর মধ্যে আছে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ, মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, টংগী সরকারি কলেজ, নরসিংদীর নরসিংদী সরকারি কলেজ, সরকারি শহীদ আসাদ কলেজ, রাজবাড়ীর রাজবাড়ী সরকারি কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ, শরীয়তপুরের শরীয়তপুর সরকারি কলেজ, মাদারীপুরে সরকারি নাজিমউদ্দীন কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহের মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, নেত্রকোণার নেত্রকোণা সরকারি কলেজ, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ, শেরপুরের শেরপুর সরকারি কলেজ, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, সরকারি এম এম আলী কলেজ, কুমুদিনী সরকারি মহিলা কলেজ, বরিশালের বরিশাল সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ারর্দি কলেজ, ভোলার ভোলা সরকারি কলেজ, পটুয়াখালীর পটুয়াখালী সরকারি কলেজ, রাজশাহীর রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, নওগাঁর নওগাঁ সরকারি কলেজ, সাপাহার সরকারি কলেজ, নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ।

তালিকায় আরও আছে, জয়পুরহাটের জয়পুরহাট সরকারি কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, শহীদ বুলবুল সরকারি কলেজ, সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সরকারি আকবর আলী কলেজ, রংপুরের রংপুর সরকারি কলেজ, গাইবান্ধার গাইবান্ধা সরকারি কলেজ, কুড়িগ্রামের কুড়িগ্রাম সরকারি কলেজ, নীলফামারীর নীলফামারী সরকারি কলেজ, লালমনিরহাটের লালমনিরহাট সরকারি কলেজ, দিনাজপুরের দিনাজপুর সরকারি কলেজ, ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সরকারি কলেজ, খুলনার খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, যশোরের যশোর সরকারি সিটি কলেজ, সরকারি এম এম কলেজ, নড়াইলের নড়াইল সরকারি ভিক্টেোরিয়া কলেজ, ঝিনাইদহের সরকারি কে সি কলেজ, মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ, কুষ্টিয়ার কুষ্টিয়া সরকারি কলেজ, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সাতক্ষীরার সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, বাগেরহাটের সরকারি পি সি কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, পটিয়া সরকারি কলেজ, কক্সবাজারের কক্সবাজার সরকারি কলেজ, রাঙ্গামাটির রাঙ্গামাটি সরকারি কলেজ, খাগড়াছড়ির খাগড়াছড়ি সরকারি কলেজ, বান্দরবানের বান্দরবান সরকারি কলেজ, নোয়াখালীর নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, ফেনীর ফেনী সরকারি কলেজ, কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, চাঁদপুরের চাঁদপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজারের মৌলভীবাজার সরকারি কলেজ এবং সুনামগঞ্জের সুনামগঞ্জ সরকারি কলেজ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0073111057281494