‘অদ্ভুত’ এক নিবন্ধন সনদে বিভ্রান্ত এনটিআরসিএ - দৈনিকশিক্ষা

‘অদ্ভুত’ এক নিবন্ধন সনদে বিভ্রান্ত এনটিআরসিএ

সাঞ্জাবী খান চৌধুরী |

‘অদ্ভুত’ এক শিক্ষক নিবন্ধন সনদ নিয়ে চরম বিভ্রান্তিতে পড়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা। দ্বিতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একটি মাদরাসায় সহকারী মৌলভী পদে নিয়োগের জন্য নির্বাচিত এক প্রার্থী ওই সনদটি এনটিআরসিএ কার্যালয়ে জমা দিয়েছেন। সেটির সব তথ্য এনটিআরসিএ ডেটাবেজের সঙ্গেও মিলছে। কিন্তু ওই সনদের আসল মালিক এনটিআরসিএ থেকে সনদটি সংগ্রহই করেননি। তাই জমা পড়া সনদটি জাল। এ পরিস্থিতিতে ওই প্রার্থীকে নিয়োগ সুপারিশ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে রংপুরের গংগাচরা উপজেলার আদর্শ দাখিল মাদরাসায় সহকারী মৌলভী পদে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত হয়েছিলেন মো. নুরুজ্জামান নামের ওই প্রার্থী। তিনি যে সনদটি জমা দিয়েছেন তার সঙ্গে দ্বিতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের সনদের অনেক পার্থক্য রয়েছে। নির্বাচিত প্রার্থী মো. নুরুজ্জামানের সনদের তথ্য অনুযায়ী, তার বাবার নাম মো. মোজাহার আলী। তিনি ২০০৬ খ্রিষ্টাব্দে দ্বিতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে নিবন্ধিত। ২০০৫ খ্রিষ্টাব্দে ফাজিল পাস করে নিবন্ধিত হয়েছেন। 

ওই প্রার্থীর সনদ যাচাইয়ের দায়িত্বে ছিলেন এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সহকারী পরিচালক তাজুল ইসলাম। দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন, দ্বিতীয় শিক্ষক নিবন্ধনে আমরা যে ফন্টে লেখা সনদ দিয়েছি তা এটি নয়। তবে, ওই প্রার্থীর সনদের সব তথ্য মিলে যাচ্ছে। আমরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। পরে সব সনদ বের করে দেখা গেছে, নুরুজ্জামান নামের প্রার্থী যে সনদটি জমা দিয়েছেন তার আসল মালিক সনদটি এনটিআরসিএ কার্যালয় থেকেই নেননি। ওই আসল সনদের সঙ্গে জাল প্রার্থীর সনদটির তথ্যগত পার্থক্য খুবই কম। শুরু রেজিস্ট্রেশন নম্বর আলাদা। আমদের ডেটাবেইজে রেজিস্ট্রেশনের তথ্য থাকে না। তাই তা আরো বিভ্রান্ত করেছিলো। পরে আসল সনদটি খুঁজে পাওয়ার পর আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তাকে চূড়ান্ত সুপারিশ তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। 

এনটিআরসিএর কর্মকর্তারা বলছেন, সব তথ্য জাল সনদে মিলে গেছে। এটি উদ্বেগজনক। অবশ্যই তিনি কোনো না কোনো মাধ্যমে তথ্য পেয়েছেন। 

এদিকে জাল সনদ জমা দেয়া নুরুজ্জামান মুঠোফোনে দৈনিক আমাদের বার্তার কাছে দাবি করেছেন, তার সনদটি সঠিক।  

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.01369309425354